ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবার WBPSC SI পরীক্ষার সময়সূচি 🌃প্রকাশ করেছে। ২২ ফেব্রুয়ারি এই রুটিন তারা প্রকাশ করেছে। যে সমস্ত পরীক্ষার্থীরা সাব অর্ডিনেট ফুড অ্য়ান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড ৩, খাদ্য ও সরবরাহ দফতরের অধীন সাব ইনসপেক্টর পদের জন্য আবেদন করেছিলেন তাঁদের জন্য এবার পরীক্ষার দিন ঘোষণা করা হল🍒।
রাজ্য সরকারের ওই দফতরে♋র সাব ইনসপেক্টর পদেরౠ জন্য় এই পরীক্ষা নেওয়া হবে। wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত খবর জানা যেতে পারে।
সূ্ত্রের খবর, কলকাতার বিভিন্ন সেন্টারে এই পরীক্ষা হবে। তিনটি সিফটে আগামী ১৬ ও ১৭ মার্চ এই পরীক্ষা হবে। প্রথম সিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত, দ্বিতীয় সিফটের পরীক্ষা ১২.৩০ মিনিট থেকে বেলা ২টো পর্যন্ত ও তৃতীয় সিফটের প🌟রীক্ষা দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত হবে। আগামী ২রা মার্চ WBPSC SI অ্যাডমিট কার্ড প্রকাশ করা হব꧋ে।
সব মিলিয়ে ꦑ৪৮০টি পদ রয়েছে। সেই পদের জন্যই হবে পরীক্ষা। তবে বলে দেওয়া হয়েছে যাঁর যে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা তাঁকে সেই পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষা দিতে হবে। এর বাইরে অন্য কোনও কেন্দ্রে তার পরীক্ষা দেওয়া যাবে না। এনিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, কলক♚াতার বিভিন্ন সেন্টারে এই পরীক্ষা হবে। আগামী ১৬ ও ১৭ মার্চ এই পরীক্ষা হবে।
Wesཧt Bengal SI Exam Routine-ಞ দেখার জন্য় আপনি এভাবে দেখতে পারেন…
প্রথমে wbpsc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর হোমপেজে যেখানে WB SI Exam Sc🌞hedule লেখা আছে সেখানে ক্লিক করতে হবে।
এরপর পিডিএফ সামনে আস🍨বে। সেটা ডাউনলোড করে নিতে পারেন। সেখানে পরীক্ষার দিনগুলো দেখে নিন।&☂nbsp;
এদিকে পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া হবে। সেই অনুসারেই পরীক্ষার হলে আসুন।🐬 বিস্তারিত জানার জন্য ওদের ওয়েবসাইটে নজর রাখুন।