বিগত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির নানান অভিযোগ সামনে আসছে। শিক্ষকদের চাকরি নিয়ে মামলার পর মামলা হচ্ছে। প্রায় ১০টি মামলায় দুর্নীতির তদন্ত করছে ইডি আর সিবিআই। রাজ্যের শাসকদলের একাধিক নেতার নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। অনেকেই আবার গিয়েছেন জেলে। আর এই সবের মাঝেই এবার পড়শি রাজ্য অসমে শিক্ষা দফতরে একবারে ১০ হাজার শূন্যপদে নিগোর বিজ্ঞপ্তি জারি করল সেখানকার বিজেপি সরকার। এই নিয়ে বছর শেষে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। (আরও পড়ুন: বছর শেষে বদলে গেল 💟এলটিসি পাওয়ার নিয়ম, সরকারি কর্মীদের মুখে ফুটবে হাসি?)
আরও পড়ুন: দশম শ্র꧒েণির ছাত্রের সঙ্গে 'র🔥োম্যান্টিক শুট', শিক্ষিকা বললেন, 'আমাদের সম্পর্ক...'
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন𝐆, 'আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা ছাপিয়ে গিয়ে কাজ করব। আমরা অসমে একলাখ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করেছিলাম। আমরা দুর্নীতিহীন ভাবে তার থেকেও বেশি চাকরি দেব। অসমে ইতিহাস তৈরি করব।' উꦫল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, দ্বিতীয়বার অসমে সরকার গঠন করলে তাদের সরকার রাজ্যে ১ লাখ তরুণ-তরুণীকে সরকারি চাকরি দেবে। এই আবহে হিমন্ত বিশ্ব শর্মা তাঁর সরকারের সেই প্রতিশ্রুতি পূরণের আরও কাছে চলে এসেছেন।
এদিকে কোন পদে কতজনকে নিয়োগ করা হবে? অপর এক সোশ্যাল মিডিয়া পোস্টে তা বিস্তারিত ভাবে জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী অনোজ পেগু। তিনি জানান, মাধ্যমিক স্কুল শিক্ষা দফতরের যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা অনুযায়ী, রাজ্যে ১৪২৪ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক, ৭২৪৯ গ্র্যাজুয়েট শিক্ষক (আর্টস, বিজ্ঞান, হি🌼ন্দি, সংস্কৃত) নিয়োগ করা হবে। 🗹এদিকে প্রাথমিক স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, লোয়ার প্রাইমারি স্কুলের জন্য ৩৮০০ জন অ্যাসিস্টেন্ট শিক্ষক এবং উচ্চপ্রাথমিক স্কুলের ১৭৫০ জন অ্যাসিস্টেন্ট শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং হিন্দি শিক্ষক নিয়োগ করা হবে।
এদিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতেই বিজেপির বর্ষীয়ান নেতা প🤪ীযূষ হাজারিকা সরকারের প্রশংসা করেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে লেখেন, 'অসমের শিক্ষা মহলের জন্য সুখবর। প্রায় ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য অসম সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্ন পূরণ হবে এবং আমরা স্বচ্ছ ভাবে সরকারি কর্মী নিয়োগের ইতিহাস গড়ব অসমে।'