কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বদল। শীঘဣ্রই অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব যাবে কলেজ সার্ভিস কমিশনে🌱র হাতে। এমনটাই পরিকল্পনা রাজ্য উচ্চশিক্ষা দফতর। তবে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
তবে শীঘ্রই এ বিষ꧑য়ে ঘোষণা হতে পা🅘রে। সম্ভবত আগামী ফেব্রুয়ারিতেই এটি কার্যকর হতে পারে।
সূত্রপাত বহু আগেই :
অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব কলেজ সার্ভিস কমিশনের হাতে দেওয়া হোক। ২০১২ সালেই এই দাবি তুলেছিল রাজ্য সরকার। 🦹সেই মতো কলেজ সার্ভিস কমিশনকেই অশিক্ষক কর্মী নিয়োগের দায়ভার দেওয়া হয়। কিন্তু তা উদ্যোগের অভাবে কার্যকর হয়নি।
আরও পড়ুন : Job News: ভারতীয় রেলে চাকরির সুযোগ, সীমিত শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি
আগের মﷺতো সেই কলেজের পরিচালন সমিতির হাতেই অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব ছিল। আর এই পরিস্থিতিতে দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ ওঠে। অনেকক্ষেত্রেই দেখা যায় পরিচালন সমিতির সঙ্গে পরিচিতির সাহায্যে অশিক্ষক কর্মীর চাকরি পাচ্ছেন কেউ কেউ।
আরও পড়ুন : বাংলাদেশের মাধ্যমিকে রেকর্ড ৯৩.৫৮% পাস, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা
এবার থেকে সেটাই বন্ধ হতে চলেছে। শুধুমাত্র কোনও রাজনৈতিক দল বা নেতার সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে চাকরির সুযোগ থাকবে না। কলেজ সার্ভꦑিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীদের।