গ্রুপ 'সি' 💮পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা (ইন্ডিয়ান এয়ার ফোর্স)। ইচ🌊্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। এয়ার ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট -এ গেলেই বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে।
মোট শূন্যপদ: ২৫৫
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন গ্রহণ শুরু - ১২ ফেব্রুয়ারি, ২০২১।
আবেদনের শেষ তারিখ- ১৩ মার্চ, ২০২১।
বাছাই পদ্ধতি:
বয়সসীমা, নূন্যতম যোগ্যতা, নথি ও সার্টিফিকেট যাচাই করার পর যোগ্য প্রার্থীদের লি🗹খিত পরীক্ষার জন্য কল লেটার দেওয়া হবে।
পরীক্ষা পদ্ধতি:
লিখিত পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স ও রিꦰজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ার্নেস থাকবে। প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই করা হবে।লিখ💟িত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক পরীক্ষা ও দক্ষতার পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি পাঠাতে হবে। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেটের ফোটোকপি এয়ার ফোর্সের দফতরে পাঠাতে হবে। খাম🥃ের উপর লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF…...AND CATEGORY………’। খামের উপর ১০ টাকার একটি স্টাম্প দিতে হবে।