ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। অনলাইনে কাউন্সিল অফ 😼ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। তাছাড়াও CAREERS পোর্টাল এবং DigiLocker থেকে নিজেদের ICSE বা ISC পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছে পড়ুয়ারা। কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে এবার ICSE পরীক্ষায় পাশের হার হল ৯৯.৪৭ শতাংশ। আর ICS পরীক্ষায় ৯৮.১৯ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। দুꦇটি ক্ষেত্রেই বেড়েছে পাশের হার।
ICSE এবং ISC পরীক্ষার রেজাল্টের টাটকা আপডেট
— ISC পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ♑ে ঠেকেছে।
— ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৯.৬৫ শতাংশ। আর ছেলে🙈দের পাশের হার ঠেকেছে ৯৯.৩১ শতাংশে।
— ISC-র ক্ষেত্রে মোট ১,৩৬৬টি স্কুলের পড়ুয়ারা 🧸পরীক্ষা দিয়েছিল। ৯০৪টি স্কুলের সব পড়ুয়াই পাশ করেছে। যা শতাংশের বিচারের ৬৬.১৮।
— CISCE-র তরফে 💖জানানো হল, এবার ICSE পরীক্ষা দিয়েছিল ২,৬৯৫টি স্কুলের পড়ুয়ারা। ২,২২৩ স্কুলে (৮২.৪৮ শতাংশ) পাশ🌜ের হার ১০০ শতাংশ।
— প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট। অর্থাৎ কাউন্সি൲ল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষ🌱ার রেজাল্ট প্রকাশিত হল।
— ২০২৩ সালে ICSE পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ🍰। আর ISC পরীক্ষায় পাশের হার ৯৬.৯৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিলেন।
ICSE পরীক্ষার রেজাল্ট দেখা যাবে কীভাবে?
১) প্রথমেই results.ciꩵsce.org-তে যেতে হবে পড়ুয়ܫাদের।
২) প্রথমেই কোর্স বেছে নিতে হবে। ICSE বেছে নিতে হবে পড়ুয়াদের। তারপর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর ෴(Index Number) এবং ক্যাপচা (Captcha) দিতে হবে। ‘Show Result’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ২০২৪ সালের ICSE পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৩) যে পড়ুয়ারা নিজেদের মার্কশিট ডাউ✱নলোড করতে চায়, তাদের ‘Print Result’-তে করতে হবে। তাহলেই মার্কশিট ডাউনলোড হ🌺য়ে যাবে।
কীভাবে ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) ICSE পরীক্ষার রেজাল্ট দেখার মতোই প্রথমে resultsꦦ.cisce.org-তে ꦫযেতে হবে।
২) হোমপেজে রেজাল্ট দেখার সুযোগ আছে। সেখানে 🤪কোর্স হিসেবে ISC বেছে নিতে হবে। ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা (Captcha) দিতে হবে পড়ুয়াদের। তারপর ক্লিক করতে হবে ‘Show Result’-এ। স্ক্রিনে ২০২৪ সালের কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৩) ICSE পরীক্ষার ♎মতোই ‘Print Result’-তে ক্লিক করে ISC পﷺরীক্ষার মার্কশিট ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।
ICSE🔯 এবং ISC পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক-
ICSE এবং ISC পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন
কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে যে ICSE এবং ISC পরীক্ষার ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ আছে। রেজাল্ট বেরনোর পরই রিভিউয়ের পোর্টাল চালু হয়ে গিয়েছে। আগামী ১০ মে পর্যন্ত রিভিউয়ের জন্য আ♚বেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,০০০ টাকা লাগবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে।
রিভিউয়ের ফলাফলেও যদি ক🐽োনও পড়ুয়া সন্তুষ্ট না হয়, তাহলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। রিভিউয়ের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্ট𓆏ার মধ্যে আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,৫০০ টাকা লাগবে। www.cisce.org-র 'Public Services'-তে গিয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
নম্বর এবং গ্রেড ভালো করার লক্ষ্যে পরীক্ষা
এবার থেকে ICSE এবং ISC-র কম্পার্টমেন্ট পরীক্ষা নেওয়া হবে ꦿনা। তবে নম্বর এবং গ্রেড ভালো করার জন্য পড়ুয়াদের 'ইমপ্রুভমেন্ট' পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী জুলাইয়ে সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে♎ছেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এক্সিকিউটিভ এবং সচিব জোসেফ এমানুয়েল।
আরও পড়ুন: দিনে🍬 ৫ ঘণ্টা পড়েই বোর্ড পরীক্ষায় ১০০ শতাংশ মার্কস পেল সেনা পরিবারের মেয়ে