লকডাউনে ঘরে বসে নতুন ভাষা শিখতে সাহায্য করবে ইন෴্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্ဣযালয় ( IGNOU)। বিদেশি ভাষা শেখার নতুন কোর্স চালু করেছে IGNOU-এর নিজস্ব রেডিও চ্যানেল।
বিদেশি ভাষা শিখলে যেমন কাজের পরিধি বাড়ে, কাজের সুযোগ বাড়ে, তেমনই স্মৃতিশক্তিও বাড়ে। বা🔴ড়ে কমিউনিকেশন সඣ্কিলও।
কোরিয়ান ও ফারসি,এই দুটি ভাষা শেখানো শুরু হয়েছে IGNOU-এর রেডিও চ্ꦍযানেল ‘জ্ঞান বাণী’তে। জ্ঞান বাণীর সꦦ্টেশন ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, পয়লা মে থেকে ভাষা শিক্ষার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে।
জ্ঞান বানী এফ এম-এ ১০৫.৬ মেগা হার্টজে টিউন করলেই এই অনুষ্ঠান শোনা যাবে। প্রতিদিন সকাল ৯-৯.৩০ ট🥂ায পর্যন্ত আধ ঘন্টার এই অনুষ্ঠান প্রচার করা হচ্ছে🍎। এ ছাড়া মোবাইলে জ্ঞান বাণী অ্যাপ ডাউনলোড করেও অনুষ্ঠান শোনা যাবে।
দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ছাড়াও কোরিয়ান চিনের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। এ ছাড꧋়া উজবেকিস্তান, কানাডা, জাপানেও বহু মানুষ এই ভাষায় কথা বলেন।
ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তানে ফারসি ভাষা ব্যবহার হয়। এর মধ্যে ইরান, তাজিকিস্তান ও আফগানিস্তানে সরকারি ভাষা হিসেবে ফারসি স্বীকৃত্সꦛি। এই দুই ভাষা 💞রপ্ত করতে পারলে আখেরে লাভ আপনারই।