এবার থেকে আইআইটি খড়গপুরে পড়াবেন ব্রিটেনের নামী অধ্যাপকরা। একটি বিশেষ মৌ চুক্তির মাধ্যমে এমনটাই ঠিক করা হল সোমবার। পড়ুয়াদের আরও ভালো করে প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে শিক্ষা দিতে আভিনব পদক্ষেপ নিল দেশের বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স💜ঙ্গে আইআইটির একটি মৌ চুক্তি সাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী এবার থেকে পঠন পাঠন চলবে যৌথ উদ্যোগে। দুই পক্ষই এবার যৌথভাবে অধ্যাপনা, গবেষণা আর সিলেবাস বা কারিকুলাম ঠিক করবে।
আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা
আরও পড়ুন: দাঁতের সমস্যায় ভুগছেন? শুধু নিয়ম মেনে জল খেয়েই কমাতে পারেন এই সমস্যা
এই দিন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন নেইল🀅 রবার্টসন ও আইআইটি খড়গপুরের আউটরিচ ও অ্যালামনি অ্যাফেয়ার্সের ডিন জয়ন্ত মুখোপাধ্যায়ের মধ্যে মৌ চুক্তি সাক্ষরিত হয়। জয়ন্ত মুখোপাধ্যায় এই দিন সংবাদমাধ্যমকে জানান, এই সহযোগিতার ফলে দুই পক্ষেরই শিক্ষাবিষক কারিকুলামের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। এছাড়াও পড়াশোনা ও গবেষণার বিভিন্ন বিষয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আদানপ্রদানও বাড়বে। শুধু তাই নয়, এতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদেরও অধ্যাপনা ও গবেষণার নানা কাজে সুবিধা হবে।
আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন
আরও পড়ুন: কলার খোসাই দূর করবে ব্রণ, কোন জাদুতে মুশকিল আসান? রইল সেরা টোটকার হদিশ
জয়ন্তবাবু আরও বলেন, ‘আইআইটি ভারতের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। মৌ চুক্তির মাধ্যমে অধ্যাপনার ও পড়াশোনার বিশ্বায়ন আমাদের কাছে গুরুত্বপূর্ণℱ। এবার সেটাই হল।’ তাঁর কথায়, এর মাধ্যমেই ভারতীয় শিক্ষাদীক্ষারও বিশ্বায়ন হবে। ফলে উপকৃত হবে পড়ুয়া ও অধ্যাপকরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক