রাজস্থান পোস্টাল সার্কেলে ৩,২৬২ টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভ🍰ারতীয় ডাক বিভাগ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারবেন। অনলাইনেই আবেদন করতে হবে। কোনও💛 লিখিত পরীক্ষা হবে না। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। শুধু দশম শ্রেণি পর্যন্ত প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তা বিচার💛 করা হবে না।
পদ :
ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্য🐓াঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে💫 নিয়োগ করা হবে।
বয়স :
২২ জুন, ২০২০ অনুযা❀য়ী ১৮-৪০ বছর (অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় দেওয়া হয়েছেꦐ।
SC/ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন।♈ ওবিসি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ 🉐সীমায় তিন বছরের ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় ১০ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা :
১) স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। সঙ্গে অঙ্কে পাশ করতে হবে। উচ্চশিক্ষা💞র জন্য বাড়তি নম্বর যোগ হবে না।
২) স্থানীয় ভাষার (এক্ষেত্রে হিন্দি) জ্ঞান থাকতে হবে। বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত সেই ভা💖ষা পড়তে হবে।
টেকনিক্যাল যোগ্যতা :
১) স্বীকৃত বোর্ড থেকে ৬০ দিন⛎ের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট।
২) যে প্রার্থীদের দশম, দ্বাদশ বা পরবর্তী সময়ে পড়াশোনায় কম𒆙্পিউটার বিষয় ছিল, তাঁদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না।
আবেদন প্রক্রিয়া :
১) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
২) অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে তা 🐻শুধুমাত্র হেড পোস্ট অফিসে।
৩) 'Apply Online' ক্লিক করুন।
৪) প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন।
৬) অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন।