কর্মক্ষেত্রে শুধুমাত্র ১৪ শতাংশ ভারতীয় কর্মীরাই নিজেদের সফল মনে করেন। বাকিরা তো টিকে থাকার লড়াই করে চলেছেন নিত্যদিন। ২০২৪ সালের গ্যালাপ স্টেট অফ দ্য গ্লোবাল ওয়ার্কপ্লেস রিপোর্ট অনুসারে এমনটাই বলা হয়েছে। বিশ্বব্যাপী 🃏কর্মচারীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বর্তমান অবস্থা পরীক্ষা করে, এই ধারণা পেয়েছে গ্লোবাল ওয়ার্কপ্লেসের গ্যালাপ স্টেট রিপোর্ট।
- গ্যালাপ উত্তরদাতাদের অবস্থাকে তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করেছে - উন্নতশীল, স্ট্রাগেলিং, কষ্ট।
১) যে উত্তরদাত🐈ারা তাদের বর্তমান জীবন পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। বর্তমান কর্মজীবনকে অন্তত পক্ষে ৭ বা তার বেশি রেটিং দিয়েছেন, সেই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য কিছু ভালো হওয়ার ꦿআশা রাখছেন, তাঁদের 'উন্নতশীল' ক্যাটাগরিতে আনা হয়েছে।
২) যে উত্তরদাতারা বলেছিলেন যে তাঁরা তাঁদের বর্তমান জীবনের পরিস্থিতি♓ সম্পর্কে অনিশ্চিত বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন, ভবিষ্যতে আরও দৈনন্দিন চাপ এবং আর্থিক উদ্বেগের আশংকা করছেন, তাঁদের 'সংগ্রামী বা স্ট্রাগেলিং' ক্যাটাগরিতে আনা হয়েছে।
৩) পরিশেষে𝄹, যে উত্তরদাতারা ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন তো বটেই। এরই সঙ্গে আবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে দু:খিত বোধ করার কথাও স্বীকার করেছেন, আজকের জীবনযাতꦛ্রাকে মাত্র ৪ বা তার কম রেটিং দিয়েছেন, তাঁরা 'সাফারিং বা কষ্টে জর্জরিত' ক্যাটাগরিতে রয়েছেন।
আরও পড়ুন: (CBSE Warning: জাল সি🅺লেবাস, 💛নমুনা প্রশ্নপত্র নিয়ে সতর্ক করল CBSE! পড়ুয়াদের দেওয়া হল এই পরামর্শ)
জীবন মূল্যায়ন সূচকে ভারত কোথায়
২🅠০২৪ সালের গ্লোবাল ওয়ার্কপ্ল🍃েসের গ্যালাপ স্টেট রিপোর্ট অনুসারে, মাত্র ১৪ শতাংশ ভারতীয় মনে করেন যে তাঁরা উন্নতি করছে। বাকি ৮৬ শতাংশ সংগ্রাম বা কষ্ট স্বীকার করেছেন।
প্রকৃতপক্ষে, শুধু ভারতই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় উন্নতিশীল কর্মচারীদের সর্বনিম্ন শতাংশ রিপোর্ট সামনে এসেছে। দক্ষিণ এশিয়ার উত্তরদাতাদের মাত্র ১৫ শতাংশ নিজেদেরকꩲে সমৃদ্ধশালী হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন। আর নিজেকে সমৃদ্ধশালী মনে করার এই প্রবণতার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কারণ নেপালের ২২ শতাংশ মানুষ নিজেদের সমৃদ্ধশালী মনে করছেন।
ভারত থেকে উত্তরদাতাদের ৩৫ শতাংশ স্বীকার করেছেন যে তাঁরা প্রতিদিনের ক্রোধের সম্ম🍎ুখীন হচ্ছেন, দক্ষিণ এশিয়ার অন্য যে কোনও দেশের চেয়ে যা বেশি। অন্যদিকে, ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে চাপের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। কারণ শ্রীলঙ্কার উত্তরদাতাদের মাত্র ৬২ শতাংশ বলেছেন যে তাঁরা প্রতিদিনের মানসিক চাপ অনুভব করেন। আর আফগানিস্তানে সেই হার এখন ৫৮ শতাং✱শ। খুশির বিষয় হল, ভারত নিজেদের ৩২ শতাংশের হাই এমপ্লয়মেন্ট রেট বজায় রেখেছে, যা বিশ্বব্যাপী গড়ে ২৩ শতাংশের এর থেকে অনেকই বেশি।