ইনফোসিস সম্প্রতি ২০২২-২৩ অর্থবর্ষের আর্থিক রিপোর্ট পেশ করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিস্থিতিতেও কীভাবে সংস্থা নিজের অবস্থান ধরে রাখছে, সেই সম্পর্কে ব্যাখা প্রদান করা হয়। সিইও সলিল পারেখ জোর দিয়ে বলেন, মুদ্রাস্ফীতির মতো বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, ইনফোসিসের ডিজিটাল, ক্লাউড, অটোমেশন এবং ব্যয় নিয়ন্ত্রণের কারণে ব্যবসা ভাল অবস্থানেই রয়েছে। আরও পড়ুন: Infosys শীঘ্রই কলক🥃াতায় নতুন অফিস চালু করছে, বাংলার IT কর্মীদের জন্য সুখবর
সিইও সলিল পারেখ, সিএফও নীলাঞ্জন রায় এবং নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান নন্দন এম নিলেকানি সহ সংস্থার শীর্ষ আধিকারিকরা তাঁদের পারিশ্রমিকও প্রকাশ ক🍷রেছেন। FY23-তে সলিল পারেখের বেতন ২১ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে নন্দন এম নি🐠লেকানি(বোর্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান)-ও বেতন নেননি।
২০২২-২৩ অর্থবর্ষে নন্দন নিলেকানি সংস্থায় কাজ করার জন্য কোনও পারিশ্রমিক নেননি। পারিশ্রমিকের মধ্যে রয়েছে নির্দিষ্ট বে𒀰তন - মূল বেতন, অবসরকালীন সুবিধা, মোট নির্দিষ্ট বেতন, বোনাস/পরিবর্তনশীল বেতন, স্টক অ💎পশন এবং কমিশন।
৩১ মার্চ ২০২২-এ শেষ হওয়া 🧜অর্থবর্ষেও এই একই পথে হেঁটেছিলেন নিলেকানি। সেই বছর൲েও কোনও পারিশ্রমিক নেননি তিনি।
নন্দন এম নিলেকানি ইনফোসিস টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তিনি 🧜২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে সমাজসেবার দিকেও মনযোগী তিনি। নিলেকানি 'একস্টেপ' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। লক্ষ 🐬লক্ষ শিশুর মৌলিক সাক্ষরতার উন্নতির জন্য একটি প্রযুক্তি-ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টায় এই সংস্থা।
ইনফোসিস Q4 ২০২৩-এর রেজাল্ট
মার্চ ২০২৩ ত্রৈমাসিকে ইনফোসিসের কনসলিডেটেড নেট প্রফিট আগের বছরের তুলনায় 7.8% বেড়ে 6,128 কোটি টাকায় পৌঁছে গিয়েছে। শেষ ত্রৈমাসিকে সংস্থার কনসলিডেটেড রেভেনিউ গত বছরের তুলনায় 16% বেড়ে 37,441 কোটি টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৩-এ সমাপ্ত অর্থবর্ষে ইনফোসিস 1,46,767 কোটি টাকা আয়ের রিপোর্ট করেছে। এটি গত বছরের তুলনায় 20.7% বৃদ্ধি পেয়েছে। আরও পড়ুন: চতুর্🥂থ ত্রৈমাসিকে কর্মীদের 💎মোটা টাকা Variable Pay কাটল Infosys
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক