রাজ্য সরকারের ‘রুপশ্রী’ প্রকল্পের জন্য বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে কোচবিহারে। এই পদগুলির জন্য আবেদন শুরু হয়েছে গত ২ মার্চ ⛦থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২৭ মার্চ।
রাজ্য সরকারের এই প্রকল্পে হিসাবরক্ষক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে বেশ কিছু কর্মসংস্থান হতে চলেছে। ওই সমস্ত পদে আবেদন করতে পারবেন স্নাতক প্রাꦜর্থীরা। আবেদনপত্রဣের জন্য ফর্ম ডাউনলোড করতে ক্লিক করতে হবে: //www.coochbehar.nic.in/HTMfiles/Occasional/DM130320.pdf লিঙ্কে।
এই প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট তথা হিসাবরক্ষকের শূন্যপদ রয়েছে ৪টি। এই পদে আবেদনকারীকে অ্যাকাউন্ট্যান্সি বা কমার্স শাখায় অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ, স্প্রেডশিট, MS Office-এর কাজ জানা আবশ্যিক। এ ছাড়া প্রার্থীর ন্যূনতম ৩ বছর ক🅺াজের অভিজ্ঞতা থাকাও আবশ্যিক।
অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনকারীর বয়সসীমা ধার্য করা হয়েছে ১৮ থেকে ৪০ বছর। তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জাতির (ওবিসি) ক্ষেত্রে হয়সসীমায় ছাড় দেওয়া হবে। এই পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে বয়সসীমায় ৬৪ বছর পর্𒆙যন্ত ছাড়া দেওয়া হবে। এই পদে বেতন ধার্য হয়েছে মাসিক ১৫,০০০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারীকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। এ ছাড়া MS Office𒊎-এর কাজ জানা আবশ্যিক। প্রার্থীর টাইপিং স্পিꦆড হতে হবে প্রতি মিনিটে ৩০টি শব্দ।
এই পদে আবেদনকারীর বয়সসীমা ধার্য হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। প্রার্থীর যে কোনও সরকারি অথবা বেসরকারি♏ সংস্থায় ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক। এই পদে মাসিক বেতন পাওয়া যাবে ১১,০০০ টাকা।