বিজ্ঞানী ও গবেষকদের জন্যে সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এবার থেকে ল্যাবে ব্যবহৃত কেমিক্যালের ওপর থেকে আমদানি শুল্ক একধাক্কায় ১৪০ শতাংশ কমানো হয়েছে। এর আগে ল্যাবের কেমিক্যালের ওপর ১৫০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করার নির্দেশিকা জারি হয়েছিল। এখন তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে গবেষকরা উপকৃত হবেন। এর আগে গত ৩১ জুলাই টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছিল, ল্যাবের কেমিক্যাল সহ প্রায় ৪০ হাজার পণ্যের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়েছে। তবে একদিনের মধ্যেই সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। (আরও পড়ুন: সরকারি কর্মীর 'অবৈধ' দ্বিতীয় স্ত্রী কি পেনশন পাওয়ার যোগ্য? বিশেষ ন🅷ির্দেশ S❀C-র)
আরও পড়ুন: 'প্রতিযোগিতায় টিকে থাকতে' ১৫০০০ কর্মী ছাঁটাইয়ের পথে এই বহুজাতিকꦦ টেকꦗ সংস্থা!
আরও পড়ুন: ইনফোসিসকে ৩২০০০ কোটি ✃GST নোটিশ দিয়েও প্রত্যাহার সরকারের, 🤪তবে তদন্ত করবে DGGI
রিপোর্ট অনুযায়ী, বুধবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায়, আনডেন্যাচারড ইথাইল অ্যালকোহল ছাড়া ল্যাবের গবেষণায় ব্যবহৃত বাকি সব কেমিক্যালের আমদানি শুল্ক ১০ শতাংশই থাকবে। বলা হয়, এই 'সংশোধন' জনস্বার্থে করা হয়েছে। এবং বৃহস্পতিবার থেকে সেই সংশোধিত আমদানি শুল্কের হার কার্যকর থাকবে। এদিকে গবেষণার নাম করে যদি অন্য কাজের জন্য এই সব কেমিক্যাল আমদানি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পেনাল্টি চার্জ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। (আরও পড়ুন: 'সীমান্তে তোলাবাজি ꦓকরܫে TMC', এবার বাংলা ছেড়ে উত্তরপ্রদেশ থেকে আলু কিনবে ওড়িশা)
আরও পড়ুন: সম্প্রসারণ হবে ꦉ২ কারখানার, দুর্গাপুরে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে কলকাতার সংস্থা
আরও পড়ুন: ৪ দিনে ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০০ টাকা, আজ কলকাতা๊য় কত রেট হলুদ ধাতুর?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ল্যাবে ব্যবহারের জন্য যে কেমিক্যাল আমদানি করা হবে, তার জন্যে আগে আমদানিকারককে ডেপুটি কাস্টমস কমিশনার বা অ্যাসিস্টেন্ট কমিশনারকে মুচলেকা দিতে হবে। সেই মুচলেকায় উল্লেখ থাকতে হবে যে আমদানিকৃত সেই কেমিক্যাল ল্যাবে গবেষণার কাজেই লাগানো হবে। আমদানি করার পরে সেই কেমিক্যাল অন্য কাউকে বিক্রি করা যাবে না বা অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। যদি দেখা যায় যে কম শুল্কে সেই কেমিক্যাল আমদানি করে ভারতে তা অন্য কাউকে বিক্রি করা হয়েছে বা অন্য কাজে ব্যবহার করা হয়েছে, তাহলে আমদানিকৃত পণ্যের ওপরে ১৫০ শতাংশ হারেই শুল্ক সংগ্রহ করা হবে। (আরও পড়ুন: বিতর্কের অবসান💜,😼 BCCI-কে বকেয়া ১৫৯ কোটি মিটিয়ে দেবে বাইজুস, NCLT-তে জানাল সংস্থা)
আরও পড়ুন: প্রাপ্য আটকে বছরের পর বছর, অবশেষে সরকারি শিক্ষকের পꦑ♋ক্ষে বড় রায় আদালতের
আরও পড়ুন: নিট প্রশ্নপ𓄧ত্র ফাঁস শুধুমাত্র পটনা এবং হাজারীবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল,♊ রায় SC-র
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এর আগে অনেকেই মিথ্যা কথা বলে আনডেন্যাচারড ইথাইল অ্যালকোহল আমদানি করছিল। ল্যাবে ব্যবহারের নাম করে আনডেন্যাচারড ইথাইল অ্যালকোহল দেশে নিয়ে এসে তা বিক্রি করা হচ্ছিল অন্য কাউকে। এ༺ই কারচুপি রুখতেই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই আবহে সরকার বলেছে, সত্যি সত্যি যারা ল্যাবে এই সব কেমিক্যালꦺ ব্যবহার করেন, তাঁদের কথা ভেবেই এই সব কেমিক্যালের ওপর ধার্য ফের ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।