প্রকাশিত হল NEET UG-র ‘অ্যানসার কি’। পরীক্ষার্থীরা নিটের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে নিজেদের ‘অ্যানসার কি’ দেখতে পারবেন। সেইসঙ্গে কারও ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করতে চ♚াইলে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত সেই কাজটা করা যাবে। প্রতিটির জন্য ২০০ টাকা দিতে হবে।
কীভাবে NEET UG 2022-র Answer Key দেখবেন?
১) নিটের অফিসি🃏য়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে যান।
২) হোমপেজে ‘Latest News🎀'-র আও♒তায় 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Challenge'-র নিচে 'Answer Key, Scanned Image of OMR Answer Sheet and Recorded Response Chal♑lenge' আছে। তাতে ক্লিক করুন।
৪) একটি ডায়লগ বক্স আসবে। তাতে লেখা থাকবে, ‘neet.nta.nic.in says, You are being redirected to an external website.♍ Please note that NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST cannot be held responsible for external websites content & privacy policies.’। তাতে ‘Ok’ ক্ল🅷িক করুন।
৫) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে দুটি 'Login Options' পাবে🦋ন। 'Through Application Number and Password' 🎃বা 'Through Application Number and Date of Birth'-তে ক্লিক করুন।
৬) 'Through Application Number and Password'-তে ক্লিক করলে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিতে হবে। তারপর ল𒀰গইন করতে হবে। 'Through Application Number and Date of Birth'-তে ক্লিক অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে হবে।
৭) তারপর স্ক্রিনে আপনার ‘অ্য🐠ানসার কি’ দেখাবে। যা ডাউনল🐎োড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
NEET UG 2022-র Answer Key দেখার ডিরেক্ট লিঙ্ক -
কতদিন NEET UG 2022-র Answer Key চ্যালেঞ্জ করা যাবে?
পরীক্ষার্থীরা প্রভিশনাল অ্যানসার কি, ওএমআর অ্যানসার শিটের স্ক্যানড ইমেজ এবং রেকর্ডেড রেসপন্স চ্যালেঞ্জ করতে পারবেন। যে🍸 প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। চলবে ২ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত। প্রতিটি প্রভিশনাল অ্যানসার কি এবং রেকর্ডেড রেসপন্স চ্যালেঞ্জের জন্য প্রার্থীকে ২০০ টাকা দিতে হবে। যা ফিরিয়ে দেওয়া হবে না। প্রার্থীদের ডেবিট কার্ড/ক্রেড🐽িট কার্ড/নেট ব্যাঙ্কিং/পেটিএমের মাধ্যমে টাকা দিতে হবে।