করোনা পরিস্থিতি থেকে ঘুরে দাঁ⛄ড়ানোর পর ঢেলে সাজানো হবে ⛄সংস্থার কর্মপদ্ধতি। আর তারই অংশ হিসেবে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এমনটাই জানাল পেশাদার পরিষেবা প্রদানকারী সংস্থা প্রাইসওয়াটারহাউজ কুপার্স। কার্যপ্রণালীর ও পরিকাঠামোর পরিবর্তনের জন্য মোট ১২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থা। আগামী পাঁচ বছরের জন্য এমনটাই পরিকল্পনা।
শুধু তাই ন🥀য়। কর্মীদের দক্ষতার উন্নয়নেও কাজ করা হবে। সংস্থার চেয়ারম্যান বব মরিটস জানান, 'আমরা একইভাবে আমাদের কাজের ধরন বদলাতে থাকব। ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে, এমন ক্ষেত্রগুলিতে বেশি করে আমাদের কাজের পরিধি বৃদ্ধি করব। সেই সঙ্গে কাজের মানের সঙ্গেও কোনও আপোষ করা হবে না।'
বর্তমান করোনা পরিস্থিতিতে সংস্থার কর্মপদ্ধতিতে বেশ কিছু বদল এসেছে। অডিটিংཧ জাতীয় কাজের ক্ষেত্রে সমন্বয় এবং যাচাই প্রক্রিয়া অত্যন্ত্য গুরুত্বপূর্ণ।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কাজের পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হয়েছে। সংস্থায় কর্মরত অডিটরদের জন্য নতুন কার্যপ্রণ🃏ালী প্রণয়ন করা হবে। আগামী ২০২২ সাল থেকে এটি কার্যকর হবে।