স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক ক্যাডারে 'জুনিয়র অ্যাসোসিয়েট' (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে ন꧒িয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে ৫,০০০-এরও বেশি শূ𝔍ন্যপদ পূরণ করা হবে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে যোগ্যতার মানদণ্ড, আবেদনের ফি, আবেদনের লিঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি দেওয়া হল।
SBI Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
ꦰSBI জুনিয়র﷽ অ্যাসোসিয়েটের আবেদন প্রক্রিয়ার শুরু: ৭ সেপ্টেম্বর ২০২২
আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২২
SBI Recruitment 2022: শূন্যপদ
দেশজুড়ཧে SBI-এর জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপো⛎র্ট অ্যান্ড সেলস)-এর মোট ৫,০০৮টি শূন্যপদ পূরণ করা হবে।
SBI Recruitment 2022: যোগ্যতা
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের ব💞য়স ১ অগস্ট ২০২২ অনুযায়ী ২🅷০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাত🧔ক বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি(𓂃IDD) শংসাপত্র রয়েছে এমন প্রার্থীদের ক্ষেত্রে পাশ করার তারিখ ৩০.১১.২০২২ বা তার আগের হতে হবে।
যাঁরা স্নাতকের শেষ বছর/সেমিস্টারে রয়েছেন তাঁরা♔ও আবেদন করতে পারেন। তবে, তাঁদের ৩০.১১.২০২২ তারিখ বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ জমা দিতে সক্ষম হতে হবে।
SBI Recruitment 2022: আবেদন ফি
স🌼াধারণ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। অꦏন্যদিকে SC/ST/PWD/XS প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
SBI Recruitment 2022: যোগ্য প্রার্থী নির্বাচনের পদ্ধতি
ব্য𒈔াঙ্কিংয়ের 🐽ক্লারিকাল স্তরের পরীক্ষার মতো করেই প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে।