ক্লার্ক ক্যাডারের অধীনে স্পেশ্যালিস্ট অ𒆙ফিসার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। Armourers পদেও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বমোট শূন্যপদ ১০৬টি।
বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। 🉐আগ্রহীরা sbi.co.in/careers-এ আবেদন জানাতে পারবেন।
শূন্যপদ সংখ্যা :
• ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার♏ - নৌবাহিনী ও বায়ুসেনা (Defence Banking Advisor - Navy & Air Force) : ২
• সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যা🤪ডভাইজার (Ci꧂rcle Defence Banking Advisor) : ২
• এইচআর স্পেশ্যালিস্ট - রিক্রুটমেন্ট (HR Specialist - Recruitment) :𒅌 ১
• ম্যানেজার - ডেটা সায়েন্টিস্ট (Manager ꧂Data Scientist) : ১০
• ডেপুটি ম্যানেজার - ডেটা সায়েন💧্টিস্ট (Deputy Manager Data Scientist) : ১০
• ডেপুটি 🐠ম্যানেজার - সিস্টেম🦄 অফিসার (Deputy Manager System Officer) : ৫
• সিনিয়র স্পไেশ্যাল এগজিকিউটিভ 🍷(Senior Special Executive) :
• ১ সিনিয়র এগজিকিউটিভ - স্ট💜্যাটিসটিক্স (Senior Executive - Statistics) : ১
• ডেপুটি ম্যানেজার – 🎃ল (Deputy Manager – Law) : ৪৫
• Armou✃rers (এক্স-সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত) : ২৯🍷
নিয়োগ প্রক্রিয়া :
ডেপুটি ম্যানেজার ও ল (Law) পদের জন্য আগামী ৮ মার্চ অনলাইন✤ে পরীক্ষা হবে। তারপর ইন্টারভিউ হবে। বাকি পদের জন্য প্রোফাইল দেখে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। তারপর ইন্টারভিউ হবে।
বিজ্ঞপ্তির দেখার জন্য এখানে ক্লিক করুন