আগামীকাল প্রকাশিত হবে এসএসসি কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষার বিজ্ঞপ্তি। তারপর থেকেই শুরু হবে অনলাই🌜নে আবেদন জানানোর প্রক্রিয়া। তা আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। ইচ্ছুক প্রার্খীরা এসএসসি-র 🔯অফিসিয়াল ওয়েবসাইটে (//ssc.nic.in/) গিয়ে আবেদন জানাতে পারবেন।
লোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট, পোস্টাল অ্যাসিসট্যান্ট / সর্টিং অ্যাসিসট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর (ডি🐼ইও), ডেটা এন্ট্রি অপারেটর, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক/দফতরে/অফিসে গ্রেড এ অফিসার নিয়োগের♑ জন্য টায়ার-১ পরীক্ষা নেবে এসএসসি। আগামী বছর ১৬ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে টায়ার-১ পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে কমিশন।
বেতনক্রম
লোয়ার ড🐻িভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট : পে-ব্যান্ড - ১ (৫,২০০-২০,২০০), গ্রেড পে -🦹 ১,৯০০ (সংশোধনের আগে)।
পোস্টাল অ্যাসিসট্যান্ট / সর্টিং অ্যাসিসট্♏যান্ট : পে-ব্যান্ড - ১ (৫,২০০-২০,২০০), গ্𝐆রেড পে - ২,৪০০ (সংশোধনের আগে)।
ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) : পে-ব্যান্ড - ১ (৫,২০০-২০,২০০), গ্রেড ꧅পে - ২,৪০০ (সংশোধনের আগে)।
ডেটা এন্ট্রি 💜অপারেটর ও গ্রেড এ অফিসার : পে-ব্যান্ড - ১ (৫,২০০-২০,২০০), গ্রেড পে - ২,৪০০ (সংশোধনের আগে)।