স্টাফ নার্স (গ্রুপ C) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরাখণ্ড বোর্ড অফ টেকনিকাল এডুকেশন। আবেদন করা যাবে অনলাইনে। ৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জানা꧙নোর শ⛦েষ তারিখ আগামী ৪ মার্চ। আগ্রহী প্রার্থীরা এ গিয়ে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ:
মোট শূন্য পদ- ১,২৩৮
স্টাফ নার্স (মহিলা) - ৯৯০ টি পদ
UR - ৫৬৫
SC - ১৭০
ST - ৩০
OBC - ১১৯
EWS - ১০৬
স্টাফ নার্স (পুরুষ) - ২৪৮ টি পদ
UR - ১৪০
SC - ৪৩
ST - ০৪
OBC - ৩০
EWS - ২৭
বেতন:
মাসিক বেতন ৯,৩০০ 🐻টাকা থেꩵকে ৩৪,৮০০ টাকা। গ্রেড পে ৪,৬০০টাকা।
যোগ্যতা:
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে BSc. (Hons) পাশ অথবা ইন্ডিয𓆉়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং রেগুলার কোর্স বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় থেকে পোস্ট বেসিক B.Sc বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি / সাইকিয়াট্রি পাশ করতে হবে প্রার্থীকে।
কাজের অভিজ্ঞতা:
রাজ্য সরকারি হাসপাতালের অধীন নথিভুক্ত কোনও ৩০ শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতালে অথবা কোনও ক্লিনিকে (Registration and R🎶egulation Act, 2010) (Act No. 23 of 2010) কমপক্ষে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।