বাংলা নিউজ > কর্মখালি > UPSC Civil Service 2019 Results: শীর্ষ স্থান পেয়েও বিশ্বাস হচ্ছে না প্রতিভার
২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন উত্তর প্রদেশের প্রতিভা ভার্মা। তালিকায় তাঁর স্থান তৃতীয়। তবে এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না নিজের🌄 সাফল্য।
ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS) এ যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য কাজ থেকে🏅 ছুটি নেন তিনি। তাঁর অপশনাল বিষয় ছিল ফিজিক্স। প্রতিভার বাবা-মা দুজনেই স্কুল শিক্ষক।
২০১৪ সালে IIT Delhi থেকে স্নাতক হন প্রতিভা। কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য দু বছর একটি প্রাইভেট ফার্ম এ কাজ করেন তিনি। কিন্তু চিরকালই চে সিভিল সার ভের হতে। তাই সেই মতো প্রস্তুতি শুরু ♊করেন।
তিনি জানান, গত বছর সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর রাঙ্ক ছিল ৪৮৯। তারপর আরো কঠোর প্রস্তুতি শুরু করেন। আর তার ফল স্বরূপ এবার তালিকার তৃতীয় স্থানে জায়গাཧ করে নেন তিনি।
কর্মখালি খবর