সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা ২০২০ এর নতুন তারিখও ঘোষণার পাশাপাশি সꦬিভিল সার্ভিস 𝓡-২০১৯ এর বাকি থাকা পরীক্ষারও দিন ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)।
পরের মাসেই সিভিল সার্ভিস🔜 -২০১৯ এর বাকি থাকা পার্সোনালিটি টেস্ট শুরু ক🃏রবে কমিশন।
সর্বশেষ নির্ঘণ্ট অনুযায়ী, ২০ জুলাই থেকে সিভিল সার্ভিস (m🎐ain) ২০১৯ এর অবশিষ্ট প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট নেওয়া শুরু করবে কমিশন। আগে এই পরীক্ষা ২৩ মার্চ থেকে ৩ এপ্রিলেཧর মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য তা স্থগিত হয়ে যায়।
সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার ইন্টারভিউ র পাশাপাশি সাইয়েন্টিস্ট বি, GNCTD-তে সহ𝓰কারী অধ্যাপক (অ্যাপ্লায়েড আর্ট), পশুপালন বিভাগের সহক🧸ারী পরিচালক (CPDO), কৃষি মন্ত্রকের প্রশাসনিক আধিকারিকের মতো বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়াও পিছিয়ে দেওয়া হয় করোনা র জন্য। এই সমস্ত পদের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ।