UPSC CMS পরীক্ষা ২০২০-র বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিটি upsc.gov.in- এ UPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। যে সব প্রার্থী কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস𒁏 পরীক্ষা ২০২০ এর জন্য আব♍েদন করতে আগ্রহী, তাঁরা upsconline.nic.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ১৮ অগস্ট ২০২০। চলতি বছরে মোট ৫৫৯ টি পদ এই পরꦛীক্ষার মাধ্যমে পূর💦ণ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন জানানোর শুরু: ২৯ জুলাই, ২০২০।
আবেদনের শেষ তারিখ: ১৮ অগস্ট , ২০২০।
অনলাইন আবেদন প্রত🍬্যাহার: ২৫ অগস্ট থেকে ৩১ অগস্ট, ২০🀅২০।
শূন্যপদের বিবরণ :
বিভাগ ১
কেন্দ্রীয় স্বাস্থ্🌄য পরিষেবায় জুনিয়র স্কেল: ১৮২
বিভাগ ২
রেলে অ্যাসিস্টﷺ্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার: ৩০০
ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরির স্বাস্থ্য পরিষেবায় অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসারﷺ: ৬৬
নয়াদিল্লি পৌরসভা কাউন্সিলের জেনারেল ডিউটি মেডিক্যাল🔥 অফিসার: ৪
পূর্ব দিল্লি পৌর নিগম জেনারেল ডিউটি ম෴েডিক্যাল অফিসার𒁃 গ্রেড ২, উত্তর দিল্লি পৌর নিগম এবং দক্ষিণ দিল্লি পৌর নিগম: মোট ৭টি শূন্যপদ
পরীক্ষার বিবরণ:
কম্বাইন্ড মেডিক্যা🐼ল সার্ভিসের লিখিত পরীক্ষার জন্য ২টি অবজেক্টিভ প্রশ্নপত্র থাকবে। পরীক্ষা কম্পিউটার ভিত্তিক💫 মোডে নেওয়া হবে। এই পরীক্ষার কম্পিউটার ভিত্তিক মোডের জন্য একটি ডেমো মডিউল ই-অ্যাডমিট কার্ড প্রকাশের সময় UPSC ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি:
যে সব প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে চান, তাঁদের আবেদন ফি হিসাবে🐼 ২০০ টাকা দিতে হবে। আবেদন ফি SBI এর যে কোনও শাখায় নগদ অর্থের মাধ⛎্যমে জমা দিতে হবে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিং সুবিধা বা ভিসা / মাস্টার / আরইউপে ক্রেডিট / ডেবিট কার্ড ব্যবহার করে বা SBI এর ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে জমা করতে পারবেন।
মহিল🍌া প্রার্থী, এসসি, এসটি এবং পিডব্লিউডির প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
পরীক্ষা সম্পর্কে বিস্তারি🉐ত জানতে, প্রার্থীরা UPSCর অফিসিয়াল সাইটটি দেখতে পারেন।