প্রকাশিত হল পশ্চ﷽িমবঙ্গꦛ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড। সাব-ইন্সপেক্টর (আন-আর্মড ব্রাঞ্চ) এবং সাব-ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ) উভয় পদের প্রার্থীরাই পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
গত শনিবার আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যের ছ'টি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) ইন্টারভিউ হবে। সবমিলিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে প্রার্থীদের 'কোভিভ ডিক্ল্যারেশন ফর্ম' পূরণ করতে হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের ছবি, পরিচয়পত্র, শংসাপত্র-সহ অ্যাডমিট কার্ডে উল্লিখিত যাবতীয় নথি নিয়ে যেতে হবে। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে ত্রিস্তরীয় মাস্ক পরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপথে প্রার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হౠবে।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১🎶) পশ্চিমবঙ্গ𓆉 পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) 'Recruitment' ট্যাবে ক্লিক করুন।
৩) ‘Recruitment to the Post of Sub-Inspector(UB) and Sub-Inspector(AB) in West Ben𒐪gal Police , 2019’-এর পাশে ‘Get Details’-এ ক্লিক করুন।
♈৪) ‘Download e-Call Letters’-এ ‘Get Details’-এ ক্লিক করুন।
৫) সেখানে ‘CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PERSONALITY TEST/INTERVIEW FOR THE POST OF SI OF POLICE IN WEST BENGAL POLICE-20♑19’ ক্লিক করুন।
৬) নিজের আট ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দ♓িন। তারপর ‘Click 🌌Here’-এ ক্লিক করুন।
৭) অ্যাꦇডমিট কার্ড ডাউনলোড করে তা ভবিষ্যতের জন্য রেখে দিন।
সাব-ইন্সপেক্টর (আন-আর্মড ব্রাঞ্চ) এবং সাব-ইন্সপেক🍒্টর (আর্মড ব্রাঞ্চ) পদে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক💎্ট লিঙ্ক – ।