প্রকাশিত হল WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডম♏িট কার্ড। আজ থে💯কেই অনলাইনে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
কীভাবে WBCS-র প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস ♔কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইট -এ যান।
🦋২ꦉ) ‘DOWNLOAD ADMIT CARD OF COMPUTER TYPE TEST (CLERKSHIP EXAM, 2019)’-তে ক্লিক করুন।
৩) 'Select Advertisement No.'-র ড্রপডাউন বক্স গিয়ে 'West Bengal Civil Service (Executive) etc. ⛦(preli) Examination, 2022' বেছে নিন।
৪) 'Enter Your Enrollment๊ No.' এবং 'Date of Birth' লিখে 'Login' ক্লিক করুন।
৫) তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। তা ভবিষ্যতের জন্🌄য প্রিন্ট-আউট করে রাখুন।
(WBCS Preli Exam 2022 Admit Card ডাউনলো🅰ডের ডিরেক্ট লিঙ𒅌্ক - )
WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন কী কী নথি আনতে হবে?
১) দুটি স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যেতে হবে।
২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট/ছবি দেও𒈔য়া পাসপোর্ট বা প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে।
৩) অ্যাডমিট কার্ড লাগবে।
আরও পড়ুন: WBCS Preli Exam 2022: কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? কী ক🌳ী লাগবে?
কবে WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে?
কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন (রবিবার) বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ ꦦমিনিট পর্যন🅺্ত পরীক্ষা চলবে।