এবছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশন প্রিলিমস পরীক্ষার নয়া তারিখ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন। চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষাটি হবে। গতকাল এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশন প্রিলিমস প♑রীক্ষা। এই আবহে পরীক্ষার সপ্তাহ খানেক আগে মিলবে ই-অ্যাডমিট কার্ড। কমিশনে✃র অফিশিয়াল ওয়েবসাইট - wbpsc.gov.in থেকে প্রিলিমস পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তবে অ্যাডমিট কার্ড প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি কমিশনের তরফ থেকে। এই আবহে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে কমিশনের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে।
প্রসঙ্গত📖, মনে করা হয়েছিল, ২০২৩ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের প্রি🎉লিমস পরীক্ষাটি হতে পারে মার্চ-এপ্রিল মাস নাগাদ। তবে পরে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, হয়ত জুন-জুলাই নাগাদ হতে পারে এবারের প্রিলিমস। পরে পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের প্রিলিমস। তবে দিন ঘোষণার কয়েকদিন পরই সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। পরীক্ষার্থীরা ফের ধোঁয়াশায় পড়েন। এই আবহে গতকাল নয়া বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানাল, ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের প্রিলিমস পরীক্ষা। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
উল্লেখ্য, চলতি বছরের অগস্টে প্রকাশিত হয়েছিল ২০২২ সালﷺের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমস পরীক্ষার ফল। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষা। এই আবহে ২০২২ সালের পরীক্ষার সব প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে ২০২৩ সালের পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি হতে থাকে। অবশেষে এবছরের পরীক্ষার প্রথম পর্যায়ের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।
এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই সংক্রান্ত তথ্য পেতে পারেন। মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পাশ যে প্রার্থীদের কম্পিউটার চালানোয় প্রাথমিক জ্ঞান রয়েছে, তাꦺঁরা🔯 এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ এবং বাংলায় ১০টি করে শপ্দ টাইপ করতে জানতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন।