অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। সেই🔯 ফলাফলের (WBPSC ICDS Sup꧒ervisor Result 2019) ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য ৮,১২৬ জন প্রার্থীকে ডাকা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা কর্মী নিয়োগের পার্সোনালিটি টেস্টে কারা ডাক পেলেন, কীভাবে দেখবেন?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিꦜস কমিশনের (পিএসসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) উপরের দিকে 'ADVER🙈TISEMENT/ ANNOUNCEMENT'-তে ক্লিক করুℱন। তারপর ক্লিক করুন 'ANNOUNCEMENT'-তে।
৩) ‘LIST OF 8126ꦯ CANDIDATES CALLED FOR PERSONALITY 💝TEST ON THE BASIS OF THE RESULTS OF WRITTEN TEST (PART-II) FOR RECTT. TO THE POSTS OF SUPERVISOR (FEMALE ONLY) OF ICDS, 2019 UNDER THE WOMEN & CHILD DEVELOPMENT & SOCIAL WELFARE DEPT., GOVT OF W.B. (ADVT. NO. 8/2019)’ আছে। পাশে পিডিএফ চিহ্ন আছে। তাতে ক্লিক করলেই ৮,১২৬ জনের তালিকা খুলে যাবে।
৪) স♛েই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন। পিড▨িএফে রোল নম্বর এবং প্রার্থীদের নাম দেওয়া হয়েছে।
তবে সেভাবে আপনাকে তালিকা দেখতে হবে না। নীচেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা কর্মী নিয়োগের পার্সোনালিটি টেস্💃টে (WBPSC ICDS Supervisor Result 2019) সুযোগ পাওয়া প্রার্থীদের তালিকা দেওয়া আছে। তা দেখে নিন -
উল্লেখ্য, রাজ্যের অঙ্গনওয়াড়ি কে𝓡ন্দ্রে ৩,০০০ শূন্যপদ পূরণের জন্য ২০১৯ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর হয়েছিল লিখিত পরীক্ষা। দীর্ঘদিন অবশ্য ফলাফল প্রকাশিত হয়নি। গত মাসে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) তরফে জানানো হয়েছিল, শীঘ্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা সুপাইভাইজার নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। অবশেষে আজ প্রকাশিত হয়েছে ফলাফল।
তবে কবে অনলাইন ভেরিফিকেশন হব🌃ে এবং ইন্টারভিউ (WBPSC ICDS Supervisor 2019 Interview) শুরু হবে, তা আপাতত জানানো হয়নি। গত মাসের বিজ্ঞপ্তিতে কমিশনের তরফে জানানো হয়েছিল, আগামী ১ জুলাই থেকে অনলাইন ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। নথি যাচাইয়ের পর্ব মিটে যাওয়ার পর আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে পারে ইন্টারভিউ (Anganwadi Recru😼itment)।