পশ্চিমবঙ্গে মেডিক্যাল অফিসার পদের জন্য এবার আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে কাল ২১ সেপ্টেম্বর থেকে। ওয়েস🎐্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই আবেদনপত্র আহ্বান করেছে। ১২ অক্টোবর পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে। wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানဣা যাবে। এবার সরকারি ক্ষেত্রে ডাক্তারের শূন্য়পদ কিছুটা হলেও পূরণ হতে পারে।
২১ সেপ্টেম্বর থেকে এই আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। ১২ অক্টোবর পর্যন্ত এই কাজ চলবে। বিকাল তিনটে পর্যন্ত এই আবেদন জমা নেওয়া যাবে। সব মিলিয়ে রাজ্যে ৩০০টি পদে চিকিৎসক নিয়োগ করা হবে। পিএসসির মাধ্যমে এই নিয়োগ করা হবে। ১০২টি পদ অসংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৬৭🅺টি আসন এসসির জন্য সংরক্ষিত, ১৯টি পদ এসটির জন্য, ৪🧔৩টি আসন ওবিসির জন্য সংরক্ষণ করা রয়েছে।
এই আবেদনের জন্য় প্রার্থীর বয়স হত💧ে হবে ৩৬ বছরের মধ্য়ে। সাধারণ গ্র্যাজুয়েটদের জন্য় এই বয়স সীমা। আর পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য বয়স হতে হবে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা
মেডিকেল প্র্য়াক্টিশনার হিসাবে যাঁদের স্বীকৃতি রয়েছে তাঁরাই এখানে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
অসংরক্ষিত আসনের জন্💯য ২১০ টাকার ফি জমা দিতে হবে। আর এসসি, এসটি, বিশেষভা𝔍বে সক্ষম প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না।
১৩ অক্টোবর পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে। ১২ অক্টোবর পর্যন্🔯ত চালান জমা দেওয়া যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন জানানো যাবে। কাল থেকেই ওই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য় জেনে নিন।