করোনাভাইরাসের জেরে চাকরির দুনিয়ায় সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় যখন কাজ হারানোর ভয়ে দিন গুজরা🌟ন করছে সাধারণ মানুষ, সেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। সময় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের একাধিক পদে নিয়োগ হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য শর্তসাপেক্ষে হবে এই নিয়োগ। আবেদনের শেষ দিন ২ নভেম্বর।
পদের নাম –
প্রোজেক্ট ম্যানেজার,&nbs𒐪p;সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়ার ডেভেলপার&n🥀bsp;পদে নিয়োগ হবে।
প্রোজেক্ট ম্যানেজার-- IT বা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা&nb🙈sp;৬০ শতাংশ নম্বর-সহ MCA ডিগ্রি থাকতে হবে৷ এছাড়া ইনফরমেশন টেকনলজি ইনফ্রাস্টাকচার লাইব্রেরি বা প্রোজেক্ট ম্যানেজার প্রোগ্রামের সার্টিফিকেট থাকতে হবে৷ সেই সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ𒉰্ঞতাও থাকা প্রয়োজন। এক্ষেত্রে কমপক্ষে ২০ জনের দল ও ১০ কোটি টাকার প্রোজেক্ট সামলানোর অভিজ্ঞতাও থাকতে হবে।
সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপার -IT বা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা ৬০ শতাংশ নম্বর সহ MCA ডিগ্রি থাকতে হবে। 🅺পাশাপাশি সফটওয়্যার ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেন্টেশন সাপোর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
ডেটাবেস 🅰;অ্যাডমিনিস্ট্রেটর -- শিক্ষাগত যোগ্যতা, কারিগরি অভিজ্ঞতা সিনিয়র সফটওয়ার ডেভেলপারের মতোই।
সফটওয়্যার ডেভেলপারর (ডট নেট)--- শিক্ষাগত যোগ্যতা, কারিগরি অജভিজ্ঞতা সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপারের মতোই।
বেতন -
* প্রোজেক্ট ম্যানেজার - 🦂মাসিক ১.৫ ল൲াখ টাকা।
* সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপা🔯র -&nbs💦p;মাসিক ৩২,০০০ টাকা।
* ⭕ডেটাবেস অ্যাডমিনিস্ট্🃏রেটর - মাসিক ৩২,০০০ টাকা।
* সফটওয়্যা꧒র ডেভেলপারে (ডট নেট) - ২৭,০০০ টাকা।