ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (WBMSC) অধীনে চাকরির সুযোগ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল)-এর ৬টি পদের জন্য আবেদনের আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালসার্ভিস কমিশন (WBMSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আরও পড়ুন: Govt Jobs: দশম পাশে ইন্টারভিউ ভিত্তি⛄তে চাকরির সুযোগ!
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ নিচে দেওয়া হল:
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়া💃র (সিভিল) – ১টি 🐟পদ (ST)
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। উচ্চতর যোগ্যতা থাকা 𝔍প্রার্থওীরাও আবেদন করতে পারবেন।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ🉐্জিনিয়ার (ไমেকানিক্যাল) – ৫টি পদ (UR-৩টি; ST-১টি; PWD-১টি)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। উচ্চতর যোগ্যতღা থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা (সমস্ত পোস্টের জন্য): ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ৩৭ বছরের বেশি নয়।
নির্বাচন পদ্ধতি: পরপর দুটജি ধাপে পরীক্ষা। যেমন, (i) লিখিত পরীক্ষা (অবজেক্টিভ) এবং (ii) পার্সোনালিটি টেস্ট।
পরীক্ষার/ইন্টারভ🎃িউয়ের তারিখ, সময় এবং স্থান যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালসার্ভিস কমিশন (WBMSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে -
অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির পিডিএফ:
সিভিল-
মেকানিকাল-
আবেদনের ফি: প্রার্থীদের ২♍০০ টাকা (SC/ST এবং PH প্রার্থীদের জন্য ৫০ টাকা) আব🌸েদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্য অপশনেও অনলাইন ফি দেওয়া যেতে পারে। বিস্তারিত জানাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
কীভাবে আবেদন করবেন?
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (✃WBMSC)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন - //www.mscwb.org
আবেদনের সময়সীমা:
০৪/০৪/২০২২ তারিখ থেকে ০১/০৫/২০২২ তারিখ পর্যন্ত।