উচ্চমাধ্যমিক শুরুর আগেই ভালো খবর পার্শ্বশিক্ষকদের জন্𝓀য। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্বশিক্ষকদের বয়সের ছাড় ফিরিয়ে আনল রাজ্য সরকার।
তৃণমূল সরকার ক্ষমতায় এসে প্রথমে এসএসসি পরীক্ষার সময় পার্শ্বশিক্ষকদের বয়সে ছাড় দিয়েছিল। যেখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর ছিল, সেখানে পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ২০১৬ সালে যখন দ্বিতীয় বার এসএসসি পরীক্ষা হয়, সেই সময় বয়সের ছাড় তুলে নেওয়া হয়। সেই সর্বোচ্চ বয়সসীমার ছাড়ඣ আবার ফিরিয়ে আনল স্কুল শিক্ষা দফতর।
তবে, এসএসসি সম্পর্কিত সরকারি গেজেট নোটিফিকেশনে বয়সের কথা নতুন করে কিছু উল্লেখ করা হয়নি। গেজেটে বলা হয়েছে, ꩵপার্শ্বশিক্ষকরা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ജবয়সে ছাড় পাবেন। অর্থাৎ, সেি বয়সসীমা ৫৫ বছর হবে বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক সম🎉িতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ জানান, ‘বয়সের ছাড় ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। এর ফলে আইনি জটিলতায় আটকে থাকা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগেও বড় ছাড় পাওয়া যাবে। কারণ বয়স বেড়ে যাওয়ায় অনেকেই সেই আওতার বাইরে চলে যেতেন’।
তিনি আরও বলেন, ‘বর্তমানে এই ধ🐎রনের শিক্ষকের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।’
এসএসসিতে এই ছাড় ﷽দিলে প্রাথমিকেও সেই ছাড় পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ༺ করেন।