১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি ক্রিকেটবিশ্ব সাক্ষী থাকে এমন এক ঘটনার, যা ﷽তার আগে পর্যন্ত একবার মাত্র দেখা গিয়েছিল। ২৫ বছর আগে ঠিক এই দিনটিতেই অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটে এমন এক রেকর্ড গড়েন, যা ছোঁয়া সম্ভব, তবে ভাঙা যাবে না কোনও দিন। ক্রিকেটের ময়দানে একজন বোলারের চূড়ান্ত সাফল্য যদি কিছু হয়, তবে কুম্বলে জয় করেছিলেন সেই শৃঙ্গ।
সিকি শতক আগে ঠিক এই দিনটিতেই কুম্বলে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি টেস্টের শেষ ইনিংসে দশজন পাক ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরান কুম্বলে। জিম লেকারের পরে ইতিহাসের দ্বিতী𒅌য় বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন জাম্বো।
পরবর্তী ২২ বছরে এমন নজির আর কেউ গড়তে পারেননি। শেষমেশ ২০২১ সালে ভারত সফরে এসে 🤡নিউজিল্যান্ডের এক ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কুম্বলে ও লেকারের সঙ্গে একাসনে বসে পড়েন। ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৭৪ রানের বিনিময়ে ১০টি উইকেট দখল করেন। টেস্টের এক ইনিংসে ১০টির বেশি উইকেট নেওয়া কোনওভাবেই সম্ভব ♕নয়। তাই কুম্বলেদের এই রেকর্ড টপকানো সম্ভব নয় কারও পক্ষে, শুধু ছোঁয়া যায় মাত্র।
উল্লেখ্য, জিম লেকার ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে 🥀নিয়েছিলেন ৫৩ রানে ১০ উইকেট। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন তিনি।
১৯৯৯ সালের ভারত বনাম পাকিস্তান দিল্লি টেস্টের গতিপ্রকৃতি:-
টস জিতে শুরুতে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ২৫২ রান তোলে। ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন ৬৭ রান করেন। সাকলিন মুস্তাক ৫টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ত🔴াদের প্রথম ইনিংসে ১৭২ রান তোলে। শাহিদ আফ্রদি ৩২ রান করেন। ৭৫ রানে ৪টি উইকেট নেন কুম্বলে। ৩টি উইকেট দখল করেন হরভজন সিং। প্রথম ইনিংসের নিরিখে ৮০ রানের লিড নে༒য় ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৩৩৯ রওান তোলে। ৯৬ রান করেন রমেশ। ৬২ রানে নট-আউট থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের ইনিংসে ৫ উইকেট নেন সাকলিন। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা শেষ ইনিংসে অল-আউট হয় ২০৭ রানে। ২১২ রানে ম্যাচ জেতে ভারত। ৬৯ রান করেন আনোয়ার। কুম্বলে ৭৪ রানে ১০ উইকেট দখল করেন। দুই ইনিংস মিলিয়ে ১৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কুম্বলে।