রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে। তবে তার আগে ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি টি২০ বিশ্বকাপের আগে টুর্নামꦅেন্টের জন্য ভারতের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময়ে আকাশ চোপড়া দাবি করেছেন যে, ভারতীয় দল ট্রফি জয়ের জন্য ফেভারিটদের মধ্যে থাকা সত্๊ত্বেও, কেন এখনও তারা প্লেয়িং ইলেভেন চূড়ান্ত করতে পারেনি?
আরও পড়ুন: এই শর্ত না মানলে কোহলিকে একাদশে রেখো না... কড়া দাওয়াইয়ের পরামর্শ CSK প🐼্রাক্তনীর
আকাশ চোপড়া ব্যাটিং লাইনআপ নিয়ে চলতি অনিশ্চয়তা তুলে ধরে দলের প্রস্তুতি নিয়ে তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়েছেন যে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে খেলোয়াড়দের তাদের ভূমিকা সম্পর্কে আগে থেকেই ভালো ভাবে জা🦄নানো উচিত ছিল।
চোপড়া বলেছিলেন উদ্বোধনী ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করে বলেছেন, ‘ভারত🐻 কি এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটু কম প্রস্তুত? আমরা এখনও আমাদের ব্যাটিং লাইন-আপ নির্ধারণ করতে পারিনি? কে ওপেনার, কে ফিনিশার? আমরা কি এসব বিশ্বকাপের ম্যাচেই জানতে পারব?’
আরও পড়ুন: ধোনির স্টাইলেই ক্রিকেটকে আলবিদা, T20𓃲 WC-এর মাঝেই অবসর কেদার যাদব🍸ের
তিনি যোগ করেছেন, ‘ভারত বাম-ডান কম্বিনেশন পছন্দ করে। তবে দুই ডান-হাতি রোহিত এবং কোহলির ওপেন করা প্রায় নিꦅশ্চিত। ঋষভ পন্ত সম্ভবত তিন নম্বরে ব্যাট করবেন, তার পরে সূর্যকুমার যাদব, এবং তাদের আউট হওয়ার উ♚পর সম্ভবত নির্ভর করবে, এর পর শিবম দুবে বা হার্দিক পান্ডিয়া কে নামবে। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল রয়েছে। অনেক বাঁ-হাতি আছে। কিন্তু আমার প্রশ্ন, কেন আমরা এখনও এই সম্পর্কে জানতে পারছি না? এতদিনে কি ওপেনিং জুটি কি হবে, এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল না?’
আরও পড়ুন: T20 World Cup 202▨4-এর ওয়ার্ম🐻 ম্যাচে রোহিতের বেঢপ ভুঁড়ির ফেক ছবি ভাইরাল নেটপাড়ায়!
আকাশ চোপড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোযꦍ়াডের সঙ্গে এবারের দলের তুলনা করেছেন। পাশাপাশি শেষ টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা সংক্ষিপ্ততম ক্রিকেট থেকে দূরে ছিলেন। আকাশ চোপড𒈔়া মনে করেন, ওই সময় একাদশ ঠিকই ছিল। কিন্তু বিরাট-রোহিত ফেরার পর একাদশে পরিবর্তন করতে হবে।
তাঁর দাবি, ‘গত টি-২০ বিশ্বকাপের পর থেকে আমরা একই দল নিয়ে খেলে চলেছি। তা হলে আমাদের কোন জায়গায় পরিবর্তন হচ্ছে? এবং যে ভূমিকাগুলি পরিবর্তিত হয়েছে, সেই সম্পর্কে কাউকে জানানো হয়নি। এটা ঠিক নয়। এর কারণ গত বিশ্বকাপের পর থেকে সিনিয়র খেলোয়াড়দের কেউ খেলেনি। সংযুক্ত আরব আমিরশাহি ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের মাঝে আমরা অনেক ওপেনিং জুটি পরীক্ষা করেছি। সূর্যকুমার যাদবও সেখানে ছিল। কিন্তু রোহিত ও রাহুলের ওপেনিং বাদে বিরাট ক𝐆োহলির তিন নম্বরে ব্যাটিং কোনও কাজে লাগেনি। ঠিক যেন সেই স্মৃতিই ফিরছে।’