🧜 আবু ধাবি টি-১০ লিগের প্রথম কোয়ালিফায়ারে ধ্বংসাত্মক বোলিং আকিল হোসেনের। ২ ওভারের বোলিং কোটায় ক্যারিবিয়ান স্পিনার যে রকম পারফর্ম্যান্স উহপহার দেন, টেস্টে সারা দিন বল করে তেমন পারফর্ম্যান্স করে দেখাতে পারলেও খুশি হবেন যে কোনও বোলার।
༺ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন আকিল। ২ ওভারের বোলিং কোটায় মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। এমন বোলিংয়ের পরে তাঁর দলকে জয়ের জন্য যে বিন্দুমাত্র দুশ্চিন্তা করতে হবে না, এটাই স্বাভাবিক।
💜শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবু ধাবি টি-১০ লিগের প্রথম কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও স্যাম্প আর্মি। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো হাফ-সেঞ্চুরির সুবাদে নিউ ইয়র্ক নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
❀গুরবাজ ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫৬ রান করে আউট হন। এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৭ রান করেন আসিফ আলি। মহম্মদ ওয়াসিম ৮, নিরোশন ডিকওয়েলা ৮, ক্যাপ্টেন কায়রন পোলার্ড ৯, ওডিন স্মিথ ৬ ও চামিকা করুণারত্নে অপরাজিত ৭ রান করেন।
𝔍স্যাম্প আর্মির হয়ে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন কাইস আহমেদ। ১টি করে উইকেট দখল করেন জেসন হোল্ডার, করিম জানাত ও মহম্মদ ইরফান। উইকেট পাননি জ্যাক লিনটট ও সলমন ইর্শাদ।
♔পালটা ব্যাট করতে নেমে স্যাম্প আর্মি প্রথম ওভারেই ৩টি উইকেট খুইয়ে বসে। প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে আকিল হোসেন আউট করেন আন্দ্রেস গুস, ডেওয়াল্ড ব্রেভিস ও ইব্রাহিম জাদরানকে এবং হ্যাটট্রিক পূর্ণ করেন।
ꦇশেষমেশ নির্ধারিত ১০ ওভারে তারা ৯ উইকেটের বিনিময়ে ৮০ রানে আটকে যায়। ৪১ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউ ইয়র্স স্ট্রাইকার্স। জেসন হোল্ডার ১টি চার ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২২ রান করেন। কাইস আহমেদ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ফ্যাফ ডু'প্লেসি আউট হন ৮ রান করে।
💜আকিল হোসেন পরে আউট করেন ডু'প্লেসি ও নাজিবউল্লাহ জাদরানকে। সুনীল নারিন ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আকিল হোসেন।