আইপিএলের অন্যতম সফল দল হলেও দক্ষিণ আফ্রিকার টি-২০ ল🐼িগে এখনও পর্যন্ত দাপট দেখাতে ব্যর্থ সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের প্রথম ২টি মরশুমে ফাইনালে উঠতে পারেনি জো'বা𒀰র্গ সুপার কিংস। এই নিয়ে তৃতীয় প্রচেষ্টাতেও ফাইনালের উঠতে ব্যর্থ হল তারা।
বুধবার এসএ-২০'র💎 এলিমিনেটরে ✅হেরে টুর্নামেন্ট থেকে ছিকটে গেল ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন জো'বার্গ সুপার কিংস। ডু'প্লেসিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে গত দু'বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা সম্মুখসমরে নামবে ডেভিড মিলারের পার্ল রয়্যালসের সঙ্গে। অর্থাৎ, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা জিইয়ে রাখল সানরাইজার্স।
এলিমিনেটরে সানরাইজার্সকে ব্যাট হাতে সাম♋নে থেকে নেতৃত্ব দেন এডেন মার্করাম। ক্যাপ্টেনের দাপটেই দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট হাতে পায় ইস্টার্ন কেপ। সেঞ্চুরিয়নে টস জিতে সানরাইজার্সকে শুরুতে ব্যাট করতে পাঠান জো'বার্গ সুপার কিংসের ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি। সাইরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
দাপুটে হাফ-সেঞ্চুরি মার্করামের
লড়াকু হাফ-সেঞ্চুরি করেন মার্করাম। তিনি ৪০ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। এছাড়া ১৪ বলে ২৭ রান করেন ডেভিড বেডিংহ্যাম। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ বলে ২৩ রান করেন মারকো জানসেন। তিনি ২টিꦑ চার ও ২টি ছক্কা মার🌌েন। ২১ বলে ২৬ রান করেন ত্রিস্তান স্টাবস। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২১ রান খরচ করে ꦉ২টি উইকেট নেন ইমরান তাহির। ৪ ওভারে ৩৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন হার্ডাস ভিলজোয়েন। ১টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও মইন আলি।
পালটা ব্যাট করতে নেমে জো'বার্গ সুপার কিংস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। ৩২ রানে ম্যাচ হেরে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নেন ডু'প্লেসিরা। জনি বেয়ারস্টো দলের ꧙হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ১৭ বলের ঝোড়ো ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ডেভন কনওয়ে ৩০, ⭕ফ্যাফ ডু'প্লেসি ১৯ ও ইভান জোনস ২২ রানের যোগদান রাখেন।
সানরাইজার্সের হয়ে লিয়াম ডসন ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নেন💟। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন ওটনেল বার্টম্যান। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে 🌞একজোড়া উইকেট নেন ক্রেগ ওভার্টন। ম্যাচের সেরা হন মার্করাম।