ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিতে এলেন প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার অজয় রাত্রা। ২০০০ সালের শুরুর দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, অজয় জাদেজা, মহম্মদ আজহারউদ্দিনের সময় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। খেলতেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। সেই সঙ🌄্গে অজয় জাদেজা, মহম্মদ আজহারউদ্দিনের খারাপ সময় ভারতীয় দলের অন্যতম ভদ্র এবং সদাহাস্য ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিন্তু ২০০৩ বিশ্বকাপের আগে কোচ জন রাইট এবং টিম ম্যানেজমেন্টের কম্বিনেশনগত কারণের জন্য তিনি দল থেকে বাদ পড়েছিলেন। এরপর আর সেভাবে জাতীয় দলে সুযোগ হয়নি খেলার। সেই অজয় রাত্রাই এবার বাছবেন ভারতীয় দলের ক্রিকেটারদের। নয়া গুরুদায়িত্ব পেলেন হরিয়ানার এই প্রাক্তন ক্রিকেটার। কাজ করবেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে।
আরও পড়ুন-বুড়ো হাড়ে ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন♛ মিক্সড ডবলসের সেমিতে…
সলিল আঙ্কোলার পরিবর্তে ৪২ বছর♓ বয়সী অজয় রাত্রাকে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে নিয়ে এল বিসিসিআইযের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। অতীতে এই কমিটির কাঁধেই গুরুদায়িত্ব ছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ বাছাইয়েরও। মঙ্গলবার দিনই বিসিসিআইয়ের তরফে নির্বাচক কমিটিতে অজয় রাত্রার যোগদান♉ের ঘোষণা করা হয় সরকারিভাবে।
♏আরও পড়ুন-গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়𓂃া বেড়ে ওঠা! প্যারিসে রূপকথা লিখলেন শীতল দেবী…
ভারতীয় ক্রিকেটমহলে চেনা মুখ অজয় রাত্রা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ভারতীয় দলের হয়ে ৬টি টেস্ট ম্যাচ এবং ১২টি একদিনের ম্যাচে খেলেছেন তি♊নি। হরিয়ানার হয়ে দীর্ঘদিন খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে, করেছেন ৪০০০-এর কাছাকাছি রান। রয়েছে ২৪০-এর বেশি উইকেটের পিছনে শিকার। নিজের রাজ্য সংস্থার হয়ে খেলেছেন ৯০টি ম্যাচ। বিসিসিআইয়ের নির্বাচক হওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা মান রয়েছে, সেই যোগ্যতা পূরণ করতে পারাতেই অজয় সুযোগ পেলেন ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎের তারকাদের বেছে নেওয়ার কমিটিতে।
সামনের কয়েক মাসে ভারতীয় ক্রিকেট দলের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। টেস্টের পাশাপাশি রয়েছে টি২০ এবং ওডিআই ম্যাচ। বিশেষ করে আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে হট ফেভারিট ভারত। এই আবহেই প্রতিভাবান ক্রিকেটারদের ঠিকঠাক💫 সুযোগ দেওয়া এবং ভবিষ্যৎের জন্য তৈরি করে নেওয়ার দায়িত্ব থাকছে তাঁর ওপর। তবে বলাই বাহুল্য নির্বাচক কমিটির প্রধান হিসেবে অজিত আগরকর খুবই ভালো কাজ করেছেন গত এক বছরে। ওডিআই বিশ্বকাপ থেকে টি২০ বিশ্বকাপ, তাঁর নেতৃত্বাধীন কমিটির বেছে দেওয়া ভারতীয় দল ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে, একটা আধটা ব্যতিক্রম ছাড়া।
অতীতে আসম, পঞ্জাব এবং উত্তর প্রদেশ দলের হে🐻ড কোচের পদক সামলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। ২০২৩ সালে দঃ আফ্রিকায় সফররত ভারতীয় ক্রিকেট দলের ওডিআই সিরিজের কোচিং স্টাফের সদস্য হিসেবেও কাজ করেন রাত্রা। ফলে নির্বাচক কমিটিতে তাঁর আসায় লাভ হবে বলেই মনে করছে ভജারতীয় ক্রিকেট বোর্ড।