শুভব্রত মুখার্জি: ১৬ তম আইপিএলের মঞ্চেই তিনি কাঁপিয়েছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। সিএসকের ইতিহাসে 🍨পঞ্চম শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আম্বাতি রায়াডু। আইপিএলের ১৬তম মরশুমের ইতিহাসে রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়নাদের পরবর্তীতে অন্যতম কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার রায়াডু।গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েই তিনি খেলা থেকে অবসর নিয়েছিলেন। অবসর নেওয়ার পরই মেজর লিগ ক্রিকেটে খেলার কথা থাকলেও শেষ মুহূর꧂্তে তা সম্ভব হয়নি। তবে এবার তিনি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে খেলতে চলেছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস দলের হয়ে আসন্ন মরশুমে খেলবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে রায়াডুর। ২০০২-০৩ মরশুমেꦡ ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের ক্যারিব বিয়ার কাপে খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৮৯ রান করেন আম্বাতি রায়াডু। পাশাপাশি বল হাতে ৭ উইকেট ও নিয়েছিলেন তিনি। তবে বিসিসিআইয়ের নিয়মের বেড়াজালে পড়ে কদিন আগে মেজর লিগ ক্রিকেট থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন রায়াডু। মার্কি ক্রিকেটার হিসেবে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের হয়ে সিপিএল খেলবেন তিনি।
চলতি বছরে মহেন্দ্র সিং ধোনির দলের নেতৃত্বাধীন পঞ্চম আইপিএল শিরোপাজয়ী সিএসকে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়াডু। ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে দারুণ এক ক্যামিওতে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন তিনি। মেজর লিগ ক্রিকেটে রায়াডু সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন টেক্সাস সুপার কিংসে খেলার বিষয়ে। তবে টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে বিসিসিআইয়ের নিয়মের বেড়াজালে পড়ে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি। বিসিসিআই জানিয়েছিল অবসর নেওয়ার পর অন্তত দুই বছর পর থেকে বিদেশি লিগে খেলত🎶ে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।
উল্লেখ্য, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ২০২০ সালে ত্রিবাগো নাইট রাইডার্সের হয়ে খে♛লেছিলেন লেগ স্পিনার প্রবীন তাম্বে। এছাড়া সানি সোহাল এবং স্মিত প্যাটেল ভারতীয় বংশোদౠ্ভুত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলেছেন। মেয়েদের সিপিএলেও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল।