রোহিত শর্মা কি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএলে খেলবেন, নাকি খেলবেন না? সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ হারি🏅য়ে দিয়েছে ভারতীয় দল। আর তার পরেই ২০২৪ আইপিএল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে বড় আলোচনা চলছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মাকে নিয়ℱে।
গত বছরের ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছিল যে, দলে প্রত্যাবর্তনকারী হার্দিককে হার্দিককে ২০২৪ মরশুমে অধিনায়ক করা হবে। আর মুম্বইয়ের হয়ে ♒অধিনায়ক হিসেবে রোহিতের এক দশকের দীর্ঘ মেয়াদ শেষ হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে খুশি হননি ভারতের বেশির ভাগ ক্র🍰িকেটপ্রেমীই।
এই সিদ্ধান্ত নি♛য়ে রোহিত প্রকাশ্যে কিছু বলেননি ঠিকই, তবে তিনি যে বিষয়♛টিতে খুশি নন, সেটা বুঝতে কারও বাকি নেই। পুরো ঘটনাটি বিবেচনা করে, অম্বাতি রায়ডু, যিনি প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটার, তিনি রোহিতের সমর্থনে সরব হয়েছেন। দুই মরশুম গুজরাট টাইটান্সে অধিনায়কত্ব করার পর হার্দিক মুম্বইয়ে ফিরে এসেছেন। তাঁর নেতৃত্ব গুজরাট অভিষেক মরশুমেই চ্যাম্পিয়ন হয়। পরের বার হয় রানার্সআপ।
আরও পড়ুন: অজিদের পিছনে ফেলে টেস্টেও একে𒉰 উঠল ভারত, সব ফর্ম্যাট 𝔍সহ WTC পয়েন্ট টেবল কাঁপাচ্ছেন রোহিতরাই
তবে রায়ডুর মত অন্য। নিউজ ২৪-এর সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেছেন, ‘রোহিতের এই বছরও অধিনায়কত্ব করা উচিত ছিল এবং হার্দিককে সম্ভবত এক বছর পরে, এই দায়িত্ব দেওয়া যেতে পারত। রোহিত এখনও টি২০-তে ভারতের অধিনায়কত্ব করছে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে, এমআই এই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করে ফেলেছে। তবে সম্ভবত বিষয়টা ওরাই ভালো জানে। তবে গুজরাট টাইটান্সের আলাদা সেট আপ ছিল। এমআই-এর অধিনায়কত্ব করা সহজ নয়, কারণ দলে অনেক তারকা খেলোয়াড় রয়েছে। খুব বেশি চাপ থাকে এবং সবাই তা সামলাতে পারಞে না।’
আরও পড়ুন: গার্ডেন মে ঘুমনে ওয়ালে… আপত্তিজনক ভ📖িডিয়োর প্রসঙ্গ টেনে তরুণদের প্রশংসা রোহিতের
পাশাপাশি রায়ডু রোহিতকে সিএসকে-র জার্সিত♛ে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘রোহিত শর্মা আগামী ৫-৬ বছর আইপিএল খেলতে পারে। ও যদি অধিনায়কত্ব করতে চায়, পুরো বিশ্ব ওর জন্য উন্মুক্ত। ও যেখানে খুশি সহজেই অধিনায়কত্ব করতে পারে। আমি চাই রোহিত শর্মা ২০২৫ সালে সিএসকে-এর হয়ে খেলুক, যদি এমএস (ধোনি) অবসর নেয়, তাহলে রোহিত নেতৃত্ব দিতে পারে।’ রোহিত শর্মা ২৪৩ ম্যাচে ৬২১১ রান করেছে। আইপিএলে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স এই মরশুমে ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে।