পঞ্জাবের ব🃏িরুদ্ধে লিগের শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করে বাংলার জয়ের ভিত গড়েন অনুষ্টুপ মজুমদার। এবার গুজরাটের বিরুদ্ধে🦩 চলতি বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে ফের সেঞ্চুরি করলেন অভিজ্ঞ অনুষ্টুপ। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদেই গুজরাটকে হারিয়ে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টের শেষ আটের যোগ্যতা অর্জন করে বাংলা।
শনিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে সম্মুখসমরে নামে বাংলা ও গুজরাট। টস জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করার আমন্ত্র🥃ণ জানান বাংলা দলনায়ক সুদীপ ঘরামি। প্রিয়ঙ্ক পাঞ্চালের লড়াকু শতরানে ভর করে গুজরাট নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৩ রান সংগ্রহ করে।
প্রিয়ঙ্ক ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১০১ রান করে আউট হন। হাফ-সেঞ্চুরি করেন উমঙ্গ কুমার ও সৌরভ চৌহান। উমঙ্গ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে রান-আউট হন। সৌরভ ৬টি চার ꦓও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫৩ রান করেন।
অক্ষর প্যাটেল ২টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৭ রান করে আউট হন। ক্যাপ্টেন চিন্তন গাজা ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি আর্জান নাগওয়াসওয়ালা। বাংলার সুমন দাস ১০ ওভারে ৪৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। প্রদীপ্ত প্রামানিক ৮ ওভারে ৫১ রান খরচ কর🌳ে ২টি উইকেট সংগ্রহ করেন। ১টি করে উইকেট নেন ইশান পোড়েল, মহম্মদ কাইফ ও করণ লাল। উইকেট পাননি শাহবাজ আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে বা♈ংলা ৪৬ ওভ⛦ারে ২ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করে বাংলা। অনুষ্টুপ মজুমদার ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। উল্লেখ্য, পঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে ১০টি বাউন্ডারির সাহায্যে ১১৬ বলে ১১১ রান করে নট-আউট থাকেন অনুষ্টুপ।
গুজরাটের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩২ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন সুদীপ। অনুষ্টুপের সঙ্গে তৃতীয় উইকেটের🀅 জুটিতে অবিচ্ছেদ্য থেকে ২০৯ রান যোগ করেন সুদীপ। উল্লেখ্য, লিস্ট-এ ক্রিকেটে বাংলার হয়ে তৃতীয় উইকেটে এটিই সর্বোচ্চ পার্টনারশিপ। সুদীপ-অনুষ্টুপ এক্ষেত্রে ভেঙে দেন মনোজ-অভিমন্যুর রেকর্ড। ২♏০১৬-১৭ মরশুমে গোয়ার বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরন ও মনোজ তিওয়ারি তৃতীয় উইকেটের জুটিতে ১৯০ রান তোলেন।
গুজরাটের বিরুদ্ধে এই ম্য়াচে খাতা খুলতে পারেননি ওপেনার হাবিব গান্ধী। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলܫে ৪৭ র🧔ান করেন অপর ওপেনার অভিষেক পোড়েল। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৪৩ রান খরচ করেও উইকেট পাননি।