৫ বছর পর ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ড IPL-এ ‘আনক্যাপড প্লেয়ার’ নিয়ম ফিরিয়ে নিয়ে এল। ২০২১ সালের অকশনে শেষ এই নিয়ম কার্যকর ছিল, এবার ফের ২০২৫-এর মেগা অকশনে এই নিয়ম দেখা যাবে। এই নিয়ম অনুসারে যে কোনও ভারতীয় ক্রিকেটার যিনি ৫ বছর বা🐟 তার বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এবং বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় নেই তাঁকে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে মান্যতা দেওয়া হবে। এক্ষত্রে ন্যূনতম ৪ কোটি টাকায় সেই ক্রিকেটারকে নিজেদের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
BCCI-এর নয়া নিয়মে ৬ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে দলগুলি। শুধু তাই নয় ফিরিয়ে আনা হয়েছে RTM কার্ডও। ৫ জন প্লেয়ারকে সরাসরি রিটেন করতে পারবে দলগুলি এবং বাকি ১ জনকে RTM কার্ড ব্যবহার করে নিজেদের দলে যুক্ত করতে পারবেন।&🐬nbsp;এবার যদি কোনও দল ৫ জনের কম ক্রিকেটারকে রিটেন করে তাহলে RTM কার্ডের সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কেউ ৪ জন ক্রিকেটারকে নিলামের আগে রিটেন করে সেক্ষত্রে তাদের কাছে ২টি RTM কার্ড ব্যবহারের সুযোগ থাকবে। এবছর ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ১২০ কোটি টাকা খরচ করতে পারবে দল গঠনের জন্য। যদিও প্রাথমিকভাবে ‘আনক্যাপড প্লেয়ার’ নিয়মটির জন্য চেন্নাই সুপার কিংস লাভবান হবে বলে মনে করা হচ্ছিল। এই নিয়মের ফলে তারা মহেন্দ্র সিং ধোনিকে নিজেদের দলে ধরে রাখতে পারবে। তবে শুধুমাত্র চেন্নাই বা ধোনি নয় BCCI-এর এই নিয়মের ফলে লাভবান হবে আরও অন্যান্য ক্রিকেটার সহ দলগুলি।
এদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা। এই বর্ষীয়ান স্পিনার মুম্বইয়ের জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ২০১২ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। বিগত দু-বছর ধরে মুম্বইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এবছর IPL মোটেও ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য, তবুও দলের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন চাওলাই। এর পাশাপাশি নয়া নিয়মে লাভবান হবেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। তিনিও তাঁর ফ্র্যাঞ্চাইজির জন্য যথেষ্ট গুরুপূর্ণ ক্রিকেটার। মোহিত ভারতের হয়ে শেষ ২০১৫ সালে ক্রিকেট খেলেছেন। তিনি মূলত পেস বোলিংয়ের জন্য জনপ্রিয়। এছাড়াও তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। রাজস্থানের হয়ে প্রায় নিয়মিত খেলতে দে♈খা ꧒যায় তাঁকে। মূলত নিজের সুইং বোলিংয়ের জন্য পরিচিতি সন্দীপের। ‘আনক্যাপড প্লেয়ার’ নিয়মের কারণে তাঁকে নিজেদের দলে রেখে দেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে রাজস্থান।