শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে এশিয়া কাপ শুরুর আগেই ব্যাকফুটে শ্রীলঙ্কা দল। করোনার থাবায় রীতিমতো ঠকঠক করে🐭 কাঁপছে গোটা শিবির। দুইজন ক্রিকেটারের করোনা আক্রান্ত হয়ে যাওয়ার খবর আগেই ছিল। আর এমন আবহে পরিস্থিতি ফের খারাপ হল তাদের জন্য।🀅 গোটা টু্র্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তাদের পেসার দুষ্মন্ত চামিরা।
পাশাপাশি তাদের বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও রয়েছে জল্পনা। এখনও পর্যন্ত যা খবর, তাতে করে আপাতত গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া যাবে না আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা𝕴ঙ্গালোরের হয়ে খেলা এই ক্রিকেটারকে। ফলে আসন্ন এশিয়া কাপ শুরুর আগেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল 🌠শ্রীলঙ্কা দল। এশিয়া কাপ একেবারে দোড়গোড়াতে। আর এই সময়েই এই জোড়া দুঃসংবাদ পেল টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা।
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দলের পেস বোলিংয়ের ভরসা দুষ্মন্ত চামিরা। শুক্রবার জানা গিয়েছে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে এশিয়া কাপের শুরুর দিকে পাবে না লঙ্কানরা। শ্রীলঙ্কার আরও দুই ক্রিকেটার কুশল পেরেরা ও আবিষ্কা ফার্নান্ডো করোনায় আক্রান্ত হয়েছেন। দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর কℱরছে শ্রীলঙ্কার এশিয়া কাপের স্কোয়াডে শেষ পর্যন্ত তাঁরা আদৌও থাকতে পারবেন কি পারবেন না।
সদ্য শেষ হয়েছে লঙ্কা প্রিমিয়র লিগ। সেখানেই কাঁধে চোটে পেয়েছেন চামিরা। কদিন আগেই তাঁর গোড়ালির অস্ত্রোপ🔴চার হয়েছিল। শ্রীলঙ্কার হয়ে তিনি সর্বশেষ ২২ গজে নেমেছিলেন ৭ জুন। আফগানিস্তানের বিপক্ষে সেই 🎉ম্যাচে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
চোটের জন্য জিম্বাবোয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ারেও খেলতে পারেননি চামিরা। শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালানগদা ইএসপিএন ক্রিকইনফোকে চামিরার এশিয়া কাপে না খেলার কথাটি নিশ্চিত করেছেন। যদিও চামিরার বিষয়টি আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি শ্রীলঙ্কার বোর্ড। অন্যদিকে পেশির চোটের ꧃কারণে লঙ্কা প্রিমিয়র লিগের ফাইনালে খেলতে পারেননি হাসারাঙ্গা। এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে সম্ভবত লঙ্কান অলরাউন্ডারকে পাওয়া যাবে না। অন্যদিকে এলপিএল চলাকালীন পেরেরা এবং ফার্নান্ডোর করোনা উপসর্গ দেখা যায়। তাদের কোভিড পরীক্ষা করা হলে তাঁরা করোনা পজিটিভ হন।