এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ক্লোজ পরাজয়ের পর টুর্নামেন্ট 🎃থেকে ছিটকে গেছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পরাজয়ের দায় চাপিয়েছেন বোলার ও ফিল্ডারদের ওপর। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর, পাকিস্তান দল বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে ৪২ ওভারে স্কোর বোর্ডে ২৫২ রান করে। এ সময় মহম্মদ রিজওয়ান ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। DLS এর কারণে, শ্রীলঙ্কা একই সংখ্যক ওভারে ২৫২ রানের লক্ষ্য পায় এবং শেষ বলে এই স্কোর অর্জন করে তারা। শ্রীলঙ্কা টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।
ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘শেষ পর্যন্ত আমরা আমাদের সেরা বোলারদের বল করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আমি শাহিনকে শেষের আগের দ্বিতীয় ওভারটিতে বল করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারপর আমরা শেষ ওভারের জন্য জামান খানের উপর বিশ্বাস রেখে🅰ছিলাম। শ্রীলঙ্কা সত্যিই ভালো খেলেছে, তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, সেই কারণেই তারা জিতেছে।’ পাকিস্তান দলের অধিনায়ক আরও বলেন, ‘আমরা আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো করে করতে পারিনি, সে কারণেই আমরা হেরেছি। মিডিল ওভারগুলোতে আমরা ভালো বোলিং করিনি। সেই পার্টনারশিপের কারণে (কুশল মেন্ডিস এবং সাদিরা সমরাবিক্রমে মধ্যে) আমা🍬দের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা ভালো শুরু করছিলাম, আমরা ভালো শেষ করছি, কিন্তু মিডিল ওভারে উইকেট নিতে পারিনি।’
কুশল মেন্ডিসের অর্ধশতক এবং প্রতিকূল পরিস্থিতিতে চরিথ আসালঙ্কার ধৈর্যশীল ইনিংসের ফলে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। বৃষ্টি-বিধ্বস্ত সুপার ফোর পর্বের অত্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে তারা। শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। রবিবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এদিনের ম্যাচে পাকিস্তানের ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা শেষ বলে আট উইকেটে ২৫২ রান করে। কুশল মেন্ডিস ৮৭ বলে আটটি চ꧑ার ও এক ছক্কা মেরে ৯১ রান করেন এবং সমরাবিক্রমে (৪৮) সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১০০ রান তোলে। শেষে চরিথ আসালঙ্কা ৪৭ বলে তিনটি চার ও এক ♌ছক্কার সাহায্যে অপরাজিত ৪৯ রান করে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
এই ম্যাচে শ্রীলঙ্কা সহজেই জিতবে বলে সকলে মনে করেছিলেন। শাহিন আফ্রিদি ৪১তম ওভার করতে এসে পরপর দুই বলে দুটি উই♉কেট নেওয়ার সময় মাত্র চার উইকেট খরচ করেন। শেষের আগের ওভারে দুটো উইকেট শিকার করে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন শাহিন আফ্রিদি। শেষ ওভারে জয়ের জন্য আট রান দরকার ছিল। তখন শ্রীলঙ্কার হাতে তিন উইকেট বাকি ছিল। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ী করেন চরিথ আসালঙ্কা। এখন ফাইনালে তাদের সামনে টিম ইন্ডিয়া।