পাকিস্🐭তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা নিয়ে যে ডেভিড ওয়ার্নারকে তীব্র সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন তাঁরই প্রাক্তন সতীর্থ মিচেল জনসন, তিনিই পার্থে প্রথম দিন অস্ট্রেলিয়াকে অক্সিজেন দিলেন। তাঁর সেঞ্চুরির হাত ধরেই অজিরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান করে ফেলল।
উসমান খোয়াজা, ট্র্যাভিস হেডরা সামান্য অবদান রাখলেও, বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন আসল লড়াইটা করেছেন ওয়ার্নারই। ক্যারিয়ারের শেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১১ বলে ১৬৪ রান করেন ওয়ার্নার। এই ইনিংসটি সাজানো চারটি ছক্কা এবং ১৬টি চারে। ১২৬ বলে শতরান করেন ওয়ার্নার। আর সেঞ্চুরির পরেই পরিচিত ভঙ্গিতে দেন বিশাল লাফ। যে লাফটা শুধু শতরানের জন্য নয়, এই লাফে মিশে ছিল সমা🤡লোচনার যোগ্য উত্তরও। মুখে একটি শব্দ খরচ না করেও, ব্যাট হাতে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন তারকা অজি ওপেনার।
পার্থের পিচে পেসাররাই বেশি সাহায্য পাবে, আর সেই উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধাജন্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তবে প্রথম সেশনটা দাপটের সঙ্গে পার করেন ওয়ার্নার ও তাঁর ওপেনি🌟ং সঙ্গী উসমান খোয়াজা। দু'জন মিলে প্রথম সেশনে যোগ করেন ১১৭ রান, যাতে ওয়ার্নারের একারই অবদান ৭২ রান। দেশের মাটিতে ২৬ ইনিংসের মধ্যে এই প্রথম বার প্রথম উইকেটে শত রানের জুটি গড়ে অস্ট্রেলিয়া। সেই জুটি অবশ্য পাকিস্তান ভাঙতে পারত আগেই। এই টেস্টে অভিষেক হওয়া আমের জামালের বলে স্লিপে টপ-এজে ক্যাচ তুলেছিলেন খোয়াজা। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন আগা সলমন।
দ্বিতীয় সেশনে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পাকিস্তানকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ফুললেংথ থেকে একটু বেরিয়ে যাওয়া বলে ব্য𓃲াট চালিয়ে কট বিহাইন্ড হন খোয়াজা। ৯৮ বলে ৪১ রান সাজঘরে ফেরেন তিনি। মার্নাস ল্যাবুশেনও বেশিক্𝄹ষণ টেকেননি। ২৫ বলে ১৬ করে ফাহিম আশরফের বলে এলবিডব্লিউ হন ল্যাবুশেন।
আরও পড়ুন: বিদায়ী সিরিজে সেঞ্চুরি করেই নি𒆙ন্দুকদের বিশেষ বার্তা ওয়ার্নারের, পেরিয়ে গেলেন ক্লার্ক, হেডেনকে
দ্বিতীয় সেশনে অবশ্য আর উইকেটের দেখা পায়নি পাকিস্তান। স্টিভ স্মিথকে লড়াই জারি রেখেছিলেন ওয়ার্নার। ২৬তম সেঞ্চুরি করে অজিদের ভরসা দেন তিনি। চা-বিরতির আগে-পরে মিলিয়ে স্মিথ-ওয়ার্নার জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৭৯ রান। শেষ সেশনে জুটিটি ভাঙেন জামাল। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড হন স্মিথ। ৬০ বলে ৩১ রান করে আউ হন তিনি। এর পর হেডের সঙ্গে ওয়ার্নার জুটিতে ৬৬ রান যোগ করেন। কিন্তু জামালের লেগ স্টাম্পের বেশ বাইরের পরিকল্পিত শর্ট বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থামেন তারকা 🤪অজি ওপেনার। ওয়ার্নারকে যে ওভারে ফিরিয়েছেন, তার আগের ওভারে বল করতে এসে হেডকেও আউট করেছিলেন তিনি। ৫৩ বলে ৪০ করে ডিপ থার্ডে ক্যাচ দিয়ে আউট হন ট্র্যাভিস হেড।
দিনে শেষে ক্রিজে রয়েছেন মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারি। ৩১ বলে অপরাজিত ১৫ রান মার্শের। ৩২ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন ক্যারি। পাকিস্তানের হয়ে আমের জামাল ২ উইকেট নিয়েছেন। শাহিন আফ্রিদি, খুরাম শাহজাদ, ফাহিম আশরফ ১টি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানকে দ্বিতীয় দিন অজিদের ৫ উইকেট দ্রুত তুলে নিতে হবে, না হলে তাদের কপালে দুঃখ থাকবে। আর অস্ট্রেলিয়া চাইবে, যতটা꧂ সম্ভব বেশি স্কোরবোর্ডে দ্র🅷ুত রান যোগ করতে।