Pakistan's cricket team faced another blow: বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই দলের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। পার্থে সিরিজেরꦗ প্রথম টেস্ট হেরে ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিꦚছিয়ে পড়েছে শান মাসুদের দল। এর মাঝেই বক্সিং ডে টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। আসলে দলের প্রধান স্পিন বোলার আবরার আহমেদ ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে গিয়েছেন। উল্লেখ্য, আবরারের আগে পেশীর টানের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ফাস্ট বোলার খুররম শাহজাদ। পার্থে টেস্ট অভিষেকের সময় খুররম তাঁর বোলিংয়ে মুগ্ধ করেছিলেন এবং প্রথম ইনিংসে দুই উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করেছিলেন।
এবার হাঁটুর ইনজুরির কারণে পার্থে প্রথম টেস্টেও খেলতে পারেননি আবরার।তাঁ♔র বাদ পড়া পাকিস্তান দলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ইয়াসির শাহের মতো অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে আবরারই দলের প্রধান স্পিনার।২৫ বছর বয়সি এই লেগ ব্রেক বোলারের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও তিনি ৩৮টা উইকেট নিয়ে দলে একটি ছাপ রেখে গিয়েছেন। এখনও পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন আবরার। পাকিস্তান সাজিদ⛦ খানকে একজন স্পেশালিস্ট স্পিনার হিসাবে ও আবরারের 'ব্যাক আপ' হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে।
এদিকে ‘অ্যাপেন্ডিক্স’ ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের স্পিনার নওমান আলি। তাঁর জায়গায় খুব শিগগিরই অস্ট্রেলিয়ায় জাতীয় দলে যোগ দেবꦚেন মহম্মদ নওয়াজ। নওমান আলি (৩৭ বছর) এইভাবে দুই দিনের মধ্যে পাকিস্তান দল থেকে বাদ পড়া একাধিক খেলোয়াড় হয়েছেন। গত সপ্তাহে প🌱ার্থে প্রথম টেস্টে আলি খেলেননি, যেখানে পাকিস্তান ৩৬০ রানে হেরেছিল। শনিবার মেলবোর্নে নওমান আলির 'অ্যাপেন্ডিসাইটিসের' অস্ত্রোপচার করা হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আবরার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং মেলবোর্ন টেস্টে নির্বাচনের জন্য তাঁকে পাওয়া যাবে না। টেস্টে তাঁর ইনজুরির প্রকৃতি এবং স্প𝔉িন বোলারদের কাজের চাপ বিবেচনা করে, তিনি পুরোপুরি ফিট নন এবং দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না। জানিয়ে রাখি, তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া দল ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং তৃতীয় ও শেষ টেস্টটি ৩ জানুয়ারি ২০২৪ থেকে সিডনিতে অনুষ্ঠিত হবে।