ಞঘরের মাঠে দারুণ ফর্মে ও ছন্দে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শান মাসুদদের তাসের ঘরের মতো ভেঙে দেয় প্যাট কামিন্স ও তার বাহিনী। বড় ব্যবধানে জেতে তারা। ৩৬০ রানে ম্যাচ পকেটে তুলে নেয় তারা। সৌজন্যে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিং এবং নাথান লিয়নের বিধ্বংসী বোলিং। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি তারা খেলতে চলেছে মেলবোর্নে। তবে তার আগে এক সাক্ষাৎকারে পাকিস্তান বোলিং নিয়ে মুখ খুললেন দলের তারকা পেসার মিচেল স্টার্ক। তিনি বলেন যে পাকিস্তানের বোলিং দেখে তিনি অত্যন্ত অবাক হয়েছেন। তাঁর মতে, খেলার সময় দলের বোলারদের সকলে সাহস জোগায় এবং প্রশংসা করে।
মেলবোর্নে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে অজি শিবিরের। অন্যদিকে সিরিজের সমতা ফেরাতে হলে মেলবোর্নে জিততেই হবে পাকিস্তানকে। ইতিমধ্যেই, জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। তবে ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বোলিং আক্রমণ প্রসঙ্গে একটি বিশেষ মন্তব্য করলেন স্টার্ক। তিনি বলেন যে পাকিস্তান বোলিংয়ের এমন দশা দেখে তিনি অবাক হয়েছেন এবং তিনি ভাবতেই পারছ𝓡েন না যে এরাম একটা পারফরম্যান্স আসতে পারে তাদের থেকে।
স্টার্ক বলেন, 'পাকিস্তানের বোলিং সম্বন্ধে আমি যেটা জানতাম, এবার সেটা সম্পূর্ণ উল্টো দেখলাম। আমি রীতিমতো অবাক ওদের বোলিংয়ের এই অবস্থা দেখে। যেই দলকে আপনি বরাবরই দেখছ𒆙েন ১৫০ উপর গতিতে বল করতে, তাদের কম পেসের বলের যদি আপনি এই অবস্থা দেখেন, তাহলে চমকে যাওয়ারই কথা। শুধু আমি নয়, অনেকেই অবাক হয়েছে এমন পারফরম্যান্স দেখে। তবে দিনের শেষে ওটাই একটা বিষয় যেটা আমাদের অত্যন্ত সাহায্য করেছে।'
পাশাপাশি, মিচেল আরও বলেন যে যখন ব্যাপার আসে দলের বোলারদের তখন সকলেই ওদের প্রশংসা করে এবং শক্তি জোগায়। তিনি বলেন, 'যেমন আপনি আমাদের দলের স্কট বোল্যান্ডের কথা বলুন। ওর হাতে বিশেষ পেস নেই, তবে ও নিজের বোলিংয়ে যেই মুভমেন্টটা দি🌃তে পারে সেটা মারাত্মক। সেটাই বেশি কাজে আসে। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ও যেভাবে বোলিং করেছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। প্রতিটা বলেই মনে হচ্ছিল এবার উইকেট পড়তে চলেছে। এই ক্ষেত্রে দেখতে গেলে আমি মনে করি পেস খুব একটা গুরুত্বপূর্ণ ♏নয়। তবে যখন আমরা এক সঙ্গে মাঠে নামি আমরা সকলেই একে অপরের প্রশংসা করি এবং মনে শক্তি জোগাই যাতে কোনও রকমে কেউ চাপে না পড়ে।'
প্র🍃সঙ্গত, পাকিস্তানের বোলিং নিয়ে সমস্যায় পড়েছেন দলের প্রাক্তন তারকা ওয়াকার ইউনিসও। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমরা যেরকম পাকিস্তান বোলিং দেখতে অভ্যস্ত, এবার আমরা একেবারেই দেখতে প💎ারিনি। অস্ট্রেলিয়ার মাঠে আমরা আশা করেছিলাম আমাদের বোলারদের তরফে বিধ্বংসী পেস আসবে। এবারে কিছুই আসেনি। এটাই আমাকে খুব চিন্তায় রাখছে।'