মাত্র একদিন আগেই ভারতের টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআইয়ের জাতীয় নির্বাচকরা। এরপর থেকেই টানা সমালোচনায় নাজেহাল অজিত আগরকররা। ভারতীয় ক্রিকেটের প্রাক্তনরা অনেকেই ভারতের এই স্কোয়াডকে ঠিক মেনে নেননি। কেউ বলছেন রিঙ্কু সিংয়ের দলে থাকা একান্তই উচিত ছিল। হওয়াটাও স্বাভাবিকই। এখানে প্রশ্নের কোনও অবকাশই নেই। কারোর মতে, শুভমন গিলকে রিজার্ভে রাখা হꦗলেও কেন মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হচ্ছে না রুতুরাজ গায়েকওয়াড়কে, কেউ কেউ লোকেশ রাহুলের না থাকা নিয়েও প্রশ্ন তুলছেন।
এরই মধ্যে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কও সরাসরি দাবি করলেন চার স্পিনারের তত্ব হয়ত বিশ্বকাপে ভারতের পক্ষে খাটবে না। সেক্ষেত্রে ভারতকেই সমস্যায় পড়তে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট ইন্ডিজে🌊র উইকেট এতটাও স্লো টার্নার হবে না, যে চারজন স্পিনারকে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য ভারতের টি২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তি🌄নজন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। এছাড়াও রয়েছেন ডানহাতি স্পিনার যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন-IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্র𓄧াক্তন সতীর্থ
অস্ট্রেলিয়ার জার্সিতে সাফল্য কম নয় ফিঞ্চের। দলের অধিনায়কত্ব করেছেন। দিয়েছেন সাফল্য। দেশের জার্সিতে ২০১৫ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাতেই শেষ নয়, ২০২১ সালে টি২০ বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব🌺 দিয়ে চ্যাম্পিয়ন করেন এই ডানহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ান হওয়ার সুবাদে ড্রপ ইন পিচ কেমন হতে পারে, সেই ধারণাও রয়েছে তাঁর। এরই মধ্যে ফিঞ্চ স্পষ্ট বাক্যেই বলছেন, যদি চারজ꧟ন স্পিনার দলের সঙ্গে নিয়ে যেতেই হয়, তাহলে এমন একজনকে রাখা দরকার যে পাওয়ার প্লের মধ্যেও বোলিং করতে সক্ষম। অর্থাৎ শুধু ৮ ওভার বোলিং করানোর জন্য দলের সঙ্গে ৪ স্পিনার রাখার সিদ্ধান্তকে মোটেই সমর্থন করছেন না অজিদের এই প্রাক্তন তারকা।
আইপিএলের সম্প্রচারকারী সংস্থার হয়ে এই মূহূর্তে বিশেষজ্ঞের ভূমিকায় কাজ করছেন অ্যারন ফিঞ্চ। ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে ফিঞ্চ বলছেন, ‘ আমার মতে একজন অতিরিক্ত পেস বোলার নিয়ে যাওয়াই উচিত ছিল, কারণ যশপ্রীত বুমরাহ বাদ দিয়ে দলের বাকি বোলারদের ধারাবাহিকতার অভাব। তাই সেই ফাঁক মেটাতে একজন বাড়তি পেসার থাকলে ভালো হত। কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তিনজন স্পিনারকে প্রথম একাদশে রাখবে, তাহলে তো এমন একজন স্পিনারকেও রাখতে হবে যে পাওয়ার প্লেতে বল করতে পারদর্শী। এখনও পর্যন্ত আমি দেখিনি ভারতের এই স্পিনারদের সেভাবে🦩 পাওয়ার প্লেতে বল করতে। ফলে আমার মতে ভারত বিশ্বকাপের শুরুতেই নিজেদের একটু কোনঠাসা করে ফেলল’।
আরও পড়ুন-টানা পাঁচ ম্যাচে 🍬হার ধো♈নির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!
অন্যদিকে ক্যারিবিয়ানদের প্রাক্তন তারকা ইয়ান বিশপ, ভারতের এই স্কোয়াড নির্বাচনকে সমর্থন জানালেও একটা খোঁচা লাগছে তাঁরও। কꦆ্যারিবিয়ান তারকার মতে, ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তা ঠিক। তবে ঘরোয়া ক্রিকেট বা দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় বিশ্বকাপের উইকেট আলাদা হবে, তাই তাঁর ধারনা বিশ্বকাপের স্কোয়াডে চারজন স্পিনার রাখার সিদ্ধান্ত বিলাসিতা মাত্র।