আইসিসি টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল বৃহস্পতিবারই পা রেখেছে দেশের মাটিতে। এতদিন খারাপ আবহাওয়ার জেরে বার্বাদোসেই আটকে গেছিলেন রোহিত শর্মার𝔍া। অবশেষে পরিস্থিতির উন্নতি হতেই বিশেষ বিমানে দেশে ফিরেছেন পন্ত, অক্ষর প্যাটেলরা। দেখা করে🌌ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে রয়েছে জমজমাট রোড শো, এরপর মুম্বইতেই ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে হবে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন। এরই মধ্যেই ঋষভ পন্তের সঙ্গে মজাদার খুনসুটিতে মাতলেন ভারতীয় দলে তাঁর দুই সতীর্থ মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। ঋষভ পন্ত বিশ্বকাপ জয়ের মেডেল নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই দুজনই একযোগে তাঁকে দিলেন সটান রিপ্লাই।
এবারের টি২০ বিশ্বকাপে ঋষভ পন্ত এবং অক্ষর প্যাটেল ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিলেন। ঋষভ পন্ত প্রতি ম্যাচে টপ অর্ডারে ব্যাটিং করলেও অক্ষর প্যাটেলকে দরকারের সময় শুধু আনা হয়েছিল ওপরের দিকে। বাঁহাতি ব্যাটার অক্ষর অবশ্য তাতে হতাশ করেননি টিম ম্যানেজমেন্টকে। গ্রুপ স্টেজের একটি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়তেই প্রমোট করা হয়েছিল অক্ষরকে। এরপর দঃ আফ্রিকা ম্যাচেও ৩ উইকেট দ্রুত পড়ে যাওয়ায় ফের অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো হয়, তিনিও দুরন্ত ইনিংস খেলেন। উইকেটের পিছনে পন্তও এবারের♚ বিশ্বকাপে ভালোই খেলেছেন। মহম্মদ সিরাজ অবশ্য সব ম্যাচে খেলতে পারেননি টিম কম্বিনেশনের জন্য🔴। কিন্তু আগামী দিনে এই তিন ক্রিকেটারই দলের বড় ভরসা হয়ে উঠতে চলেছেন।
আরও পড়ুন-মাঠে𝓰 নেমেই 𓃲ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত
এরই মধ্যে ঋষভ পন্তের সঙ্গে খুনসুটিতে মাতলেন অক্ষর এবং মহম্মদ স𝐆িরাজ। বিশ্বকাপ জয়ের পর পদক নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ঋষভ পন্ত, সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘ দিস মেডেল, হিটস ইউ ডিফারেন্ট (অর্থাৎ এই পদক জয়ের আনন্দই আলাদা)’ । সেই ছবিতেই পাল্টা কমেন্ট করেন অক্ষর প্যাটেল, তিনি লেখেন, ‘ভাই আমার কাছ🉐েও একইরকম পদক রয়েছে ’ । সেই দেখাদেখি এবার মহম্মদ সিরাজও কমেন্ট করেন পন্তের ইনস্টাগ্রামের পোস্টে। তিনি অক্ষরের সুরেই সুর মিলিয়ে লেখেন, ‘আমার কাছেও ভাই একইরকম পদক আছে ’। এভাবেই তিন টি২০ বিশ্বকাপজয়ী সদস্য নিজের মধ্যে মজা করে একে অপরের লেগ পুল করেন।
আরও পড়ুন☂-বয়স বাড়ছে, খেলায় ছাপ পড়ছে! অবশেষে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শাকিব...
তিন ক্রিকেটারেরই এই মূহূর্তে যা বয়স তাতে আগামী পাঁচ থেকে সাত বছর তো চুটিয়ে ক্রিকেট খেলবে💖ন তা বলাই যায়। টি২০ বিশ্বকাপ জয় যে তাঁদের ভবিষ্যৎ-এ অভিজ্ঞতার পুঁজি অনেক বা💙ড়িয়ে দেবে সেকথাও বলাই বাহুল্য।