‘হোয়্যাট আ ক্যাচ’- মিচেল মার্শের যে ক্যাচটা ধরলেন অক্ষর প্যাটেল, সেটাকে ব্যাখ্যা করার আর কোনও ভাষাই নেই। আর সেটা যে একটুও অতিরঞ্জিত নয়, সেটা ক্যাচটা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন সকলে। কারণ বলটা যখন মার্শের ব্যাট থেকে বেরিয়ে বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যে ছক্কা হতে চলেছে। কিন্তু বাউন্ডারির কিছুটা আগে দাঁড়িয়ে একেবারে ছোঁ মেরে অবিশ্বাস্য ক্যাচ ধরেন। তাও নিজের 'দুর্বল' ডানহাত দিয়ে সেই ক্যাচটা ধরেন বাঁ-হাতি অক্ষর। যা দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন যে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্যাচ এটা। বিশেষত যে পরিস্থিতিতে ওই ক্যাচটা নিয়েছেন, তা ওই ক্যাচের মা🧸হাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। কারণ সেইসময় প্রবলভাবে উইকেটের দরকার ছিল।
কখন সেই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে?
অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারের শেষ বলে সেই ঘটনা ঘটেছে। ৮.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল এক উইকেটে ৮৭ রান। ভারত ভালো শুরু করলেও পালটা আক্রমণাত্মক খেলে রোহিত শর্মাদের চাপে ফেলেন ট্র্যাভিস হেড, ম𒈔ার্শরা। কোনও বোলারকেই রেয়াত করছিলেন না তাঁরা। একমাত্র কুলদীপই তাঁদের কিছুটা শান্ত রাখেন।
তারইমধ্যে কুলদীপের দ্বিতীয় ওভারের শেষ বলে (নবম ওভারের ষষ্ঠ বল) বড় শট মারতে যান মার্শ। কিছুটা শর্ট বল করেন ভারতের তারকা স্পিনার। লেগস্টাম্পের দিকে বলটা ঘুরে যায়। হাঁটু মুড়ে বসে পুলের ছন্দে সুইপ মারেন মার্শ। ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বেশ জোরে বলটা যাচ্ছিল। অক্ষর নিখুঁতভাবে লাফিয়ে ডানহাত দিয়ে ছোঁ মেরে ক্যাচটা ধরেন। বাউন্ডারির কিছুটা আগেই ছিলেন অক্ষর। ফলে তিনি বাউন্ডারির দড়ির উপরে পড়ে যাননি। পিছনে দাঁড♏়িয়ে থাকা ভারতের কোনও একজন সাপোর্ট স্টাফও পুরোপুরি হতভম্ব হয়ে যান।
নেটিজেনদের প্রতিক্রিয়া
অক্ষরের সেই অবিশ্বাস্য ক্যাচে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, 'আপনি এটা করতে পারেন না অক্ষ⛎র, আপনি এটা করতে পারেন না। অবিশ্বাস্য।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'টুর্নামেন্টের স✤েরা ক্যাচ - অক্ষর।' একজন আবার সেই ছোঁ মেরে ক্যাচ ধরার ছবিতে অক্ষরের গায়ে সুপারম্যানের মতো পোশাক বসিয়ে দিয়েছেন। সেইসঙ্গে তিনি লিখেছেন, ‘অক্ষর সুপারম্যান প্যাটেল।’
এক নেটিজেন বলেন, ‘দরকারের সময় রান করল। দুর্দান্ত ফিল্ডিং করব। পাওয়ার প্লে'তে মেডেন উইকেট নেব। কোনও ফ্যান ক্লাবের সমর্থন চাই না। চুপচাপ নিজের চাপ করে যাব। আমি অক্ষর প্যাটেল।’ অপর একজন বলেন, ‘অক্ষর প্✱যাটেল দ্য বোলার, অক্ষর প্যাটেল দ্য ফিল্ডার। উনি নি🍷জের দাম বোঝাচ্ছেন।’