অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশের নারীশক্তি। তবে টেস্ট ম্যাচ শেষ হতে না হতেই ঘোষণা করা হয়েছে অজিদের বিরুদ্ধে🔜 একদিনের এবং টি-২০ দলের সদস্যদের নাম। টেস্টের মতো দুই ফরম্যাটেই মহিলা দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা খেলবে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ। একদিনের ম্যাচগুলি খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং টি-২০ ম্যাচগুলি খেলা হবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।
সম্প্রতি, অস্ট্রেলিয়া মহিলা দলকে টেস্ট ম্যাচে হারিয়ে মনোবল তুঙ্গে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, এই পরাজয়ের জেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে অ্যালিসা হিলিরা। সুতরাং ঘুরে দাঁড়াতে মরিয়া তারা এবং তা কর🌜তে হলে অস্ট্রেলিয়াকে জিততে হবে আসন্ন একদিনের ও টি-২০ সিরিজ। দুই সিরিজ মিলিয়ে ১২ দিন ধরে চলবে খেলা। তিনটি একদিনের ম্যাচ খেলা হবে ২৮ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অন্যদিকে, নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-২০ ম্যাচগুলির আসর বসবে। যা অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ৯ জানুয়ারি।
অস্ট্রেলিয়া বিরুদ্ধে এই দুই সিরিজেই দলে জ💧ায়গা পেয়েছেন বাংলার তিতাস সাধু। মনে করা হচ্ছে তাঁকে দলে রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন হরমনপ্রীত। বঙ্গ ক্রিকেটারের সুযোগ হবে কিনা সেটা সময় বলবে। তবে অজি বধ করে এখন বেশ হালকা মেজাজে টিম ইন্ডিয়া।
একনজরে একদিনের সিরিজের জন্য ভারতের মহিলা দল: হরমনপ্রীত কৌর, স্মღৃতি মন্ধানা, জেমিমা রড্রিগেজ, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, আমনজ্যোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, মন্নত কাশ্যপ, সাইকা ইসাক, রেনুকা ঠাকুর, তিতাস সাধু, পূজা বস্ত্রকার, স্নেহ রানা ও হার্লিব দেওল।
একনজরে টি২০ সিরিজের জন্য ভারতের মহিলা দল: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমিমা রড্রিগেড, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, আমনজ্যোত কৌর, শ্রেয়াঙ্কাℱ পাতিল, মন্নত কাশ্🔯যপ, সাইকা ইসাক, রেনুকা ঠাকুর, তিতাস সাধু, পূজা বস্ত্রকার, কণিকা আহুজা ও মিন্নু মানি।
এবার দেখার বিষয় টেস্ট সিরিজ জয়ের পর একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে কি ফল করতে পারে ভারতীয় মহিলা দল। পারবে কি তারা দাপট বজায় রাখতে নাকি জিতে সমতা ফেরাবে অস্ট্রেলিয়া? কি হবে শেষমেষ? তা বলবে 😼সময়।