জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলার অনীহা দীর্ঘদিনের।♋ তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই সতর্ক করা হয়েছে টিম ইন্ডিয়ার সুপারস্টারদের। জাতীয় দলের খেলা না থাকলে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে সকলকে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে।
যদিও এক্ষেত্রে বিশেষ কয়েকজনকে ছাড় দেওয়ার♏ কথাও শোনা গিয়েছিল বিসিসিআইয়ের অন্দরমহলে। সেই মতোই বুধবার দলীপ ট্রফির চারটি স্কোয়াড ঘোষিত হলেও উল্লেখযোগ্য কয়েকজনের অনুপস্থিতি চোখে প𒊎ড়ছে এক্ষেত্রে।
বুধবার জাতীয় নির্বাচকরা আস♉ন্ন দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য চারটি পৃথক স্কোয়াড গড়ে নেন। এ, বি, সি এবং ডি- চারটি দলের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন যথাক্রমে শুভমন গဣিল, অভিমন্যু ঈশ্বরন, রুতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ার। চারটি স্কোয়াডে রয়েছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রায় সব তারকাই।
গিলের নেতৃত্বে মাঠে নামবেন লোকেশ রাহুল, তিলক বর্মা, শিবম দুবে, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, খলিল আহমেদ ও আবেশ খান। ঈশ্বরনের নেতৃত্বে খেলতে দেখা যাবে যশস্বী জসওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমারদেཧর। রুতুরাজের দলে রয়েছেন সাই সুদর্শন, রজত পতিদার, সূর্যকুমার যাদব, উমরান মালিকরা। শ্রেয়সের স্কোয়াডে রয়েছেন দেবদূত পাডিক্কাল, ইশান কিশান, অক্ষর প্যাট🦂েল, আর্শদীপ সিং, কেএস ভরতরা।
যদিও চারটি স্কোয়াডের কোনওটিতেই নাম নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের। বিসিসিআইয়ের তরফে আগেই ইঙ্গিত🍌 দেওয়া হয়েছিল যে, রোহিত-কোহলি যদি চান, তাঁরা দলীপ🃏 ট্রফি থেকে দূরে থাকতে পারেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহকে অস্ট্রেলিয়া সফরের আগে তরতাজা রাখতে চায় বোর্ড।
রোহিত-কোহলিরা কেন দলীপ ট্রফিতে নামছেন না, তার কারণ জানালেন জয় শাহ। টাইমস অফ ইন্ডিয়াকে জয় শাহ স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের কাছে প্রাধান্য পাচ্ছে অস্ট্রেলিয়া সফরে রোহিত-কোহলি☂র মতো সিনিয়রদের সম্পূর্ণ ফিট রাখা। তাঁর কথায়, ‘ওরা (রোহিত-কোহলি) ছাড়া বাকিরা প্রায় সবাই (দলীপ) খেলবে। এটা ভালো বিষয়। তাছাড়া এটাও ভোলা উচিত নয় যে, ইশান কিষান, সূর্যকুমার যাদব বুচি বাবু টুর্নামেন্টে মাঠে নামছে।’
জয় শাহ পরক্ষণে বলেন, ‘রোহিত-কোহলির মতো খেলোয়াড়কে দলীপ ট্রফিতে মাঠে নামার জন্য জোর করা উচিত নয়। ওদের চোট পাওয়ার আশঙ্🅺কা থাকে। যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দিকে 🍸তাকান, দেখবেন ওদের সব আন্তর্জাতিক ক্রিকেটার ঘরোয়া টুর্নামেন্ট খেলে না। খেলোয়াড়দের সঙ্গে যথাযোগ্য সম্মান দিয়ে আচরণ করতে হবে আমাদের।’