চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শেষ হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। নিজের অনবদ্য অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর অশ্বিন চেন্নাইয়ের ম্যাচ সম্পর্কে বলেন𒉰, ‘আমি এখানে প্রচুর ম্যাচ খেলেছি, শুধু তাই নয় গ্যালারি থেকেও অনেক টেস্ট ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট দেখেছি। আমি আমার খেলাটাকে উপভোগ করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল লড়াই করা এবং দলের জয় নিশ্চিত করায’
প্রথম ইনিংসে জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে বড় রানের দিকে নিয়ে গেছিলেন তিনি। ১৩৩ বলে ১১৩ রান করেছিলেন অশ্বিন, ১২৪ বলে ৮৬ রান করেন জাদেজা। এবিষয়ে অশ্বিন বলেন, ‘আমি জাদেজ𝔉াকে ধন্যবাদ জানাচ্ছি আমায় সাহায্য করার জন্য, এꦿটা আমার অন্যতম স্পেশাল ইনিংস। তবে আমার প্রথম পরিচয় আমি একজন বোলার। ব্যাটিং হল এমন একটা বিষয় যা আমার স্বাভাবিকভাবে আসে। তবে বিগত কয়েকবছর ধরে ব্যাটিং এবং বোলিংকে পৃথকভাবে ভাগ করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি।’
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করেন অশ্বিন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। দু’জনে মিলে ১৯৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা ভারতের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও প্রথম ইনিংসে বল হাতে উইকেট পাননি অশ্বিন। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ মিটিয়ে ফেলেন, ২১ ওভার বল করে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নেন অশ্বিন। তিনি কার্যত একাই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন। তিনি আউট করেন বাংলাদেশের শাদমান ইসলাম, মোমিনুল হক, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদকে। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে ৪ দিনেই ম্🌟যাচ জিতে নেয় ভারত। ২৭ সেপ্😼টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।