উদ্বোধনী ম্যাচে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডসকে হারিয়ে দেয় শিলিগুড়ি স্ট্রাইকার্স। তবে বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ঋত্বিক রায়চৌধুরীর দল। বৃহস্পতিবার সুদীপ ঘরামির নেতৃত্বধীন মুর্শিদাবাদ কিংসের কাছে হার মানে শিলিগুড়ি। অধিনায়কোচিত দৃঢ়তায় মুর্শিদাবাদকে জয় এনেꦍ দেন ক্যাপ্টেন সুদীপ। শিলিগুড়ি হারায় ব্যর্থ হয় ব্যাটে-বলে আকাশ দীপের দুর্দান্ত লড়াই।
ইডেনে টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে টস জিতে শুꦜরুতে ব্যাট করতে নামে শিলিগুড়ি স্ট্রাইকার্স। তারা ১৯.১ ওভারে মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায়। একসময় তারা ৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে দলকে ১০০ রানের গণ্ডি পার করꦅান আকাশ দীপ। ১০ নম্বরে ব্যাট করতে নেমে আকাশ দীপ ২০ বলে ৩০ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ৩৬ বলে ৩১ রান করেন বিকাশ সিং। তিনি ২টি চার মারেন। ২০ বলে ২৫ রান করেন ওপেনার অ⭕ভিষেক রমন। তিনি ৫টি চার মারেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ক্যাপ্টেন ঋত্বিক ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন। খাতা খুলতে পারেননি অঙ্কুর পাল, রাজকুমার পাল ও তরুণ গোদারা।
মুর্শিদাবাদ কিংসের হয়ে ২১ রানে ৩টি উইকেট নেন নীতীন বর্মা।♏ℱ ১৩ রানে ২টি উইকেট নেন বিকাশ সিং। ১ রানে ২টি উইকেট নেন জিৎ ঠাকুর। এছাড়া ২৪ রানে একজোড়া উইকেট দখল করেন ইরফান আফতাব।
জবাবে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কিংস ১৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে মুর্শিদাবাদ। ক্যাপ্টেন সুদীপ ঘরামি নিশ্চিত হাফ-সেঞ🍰্চুরি হাতছাড়া করেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।
৪৫ বলে ৩৭ রান করেন✅ শুভম দে। তিনি ৫টি চার মারেন। ১৬ বলে ১৮ রান করেন অভিজিৎ সিং। তিনি ৩টি চার মারেন। অগ্নিভ পান ৭ বলে ৫ রান করে নট-আউট থাকেন।
ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলা আকাশ দীপ শিলিগুড়ির হয়ে দুরন্ত বল করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৯🌊 রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। ম্যাচের সেরা হন সুদীপ।